জবি রাষ্ট্রবিজ্ঞানের পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ মার্চ ২০২৩, ২০:২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার ‘মিলবো প্রাণে, গড়িব ঐক্য, বাড়াবো শক্তি, দেখাবো আলোরপথ’ স্লোগানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কলাভবন প্রাঙ্গণের মুজিব মঞ্চে দিনব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণ, গল্প, আড্ডা, খেলাধুলা ও আকর্ষণীয় র্যাফেল ড্র’র আয়োজন ছিলো পুনর্মিলনী অনুষ্ঠানে।

অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসতে থাকেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব মো. ওয়ালিদ হোসেনের সঞ্চালনায় ও আহ্বায়ক জহির উদ্দিন খসরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক জহিরুদ্দিন খশরু বলেন, আমাদের এ পুনর্মিলনীর মাধ্যমে মনে হল প্রাণ ফিরে পেয়েছে ক্যাম্পাসটি। সুন্দরভাবে অনুষ্ঠান সফল হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

নজরুল ইসলাম বাবু বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় মায়ের ভূমিকা পালন করে। মাত্র সতের বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক পুরোনো বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে গেছে এটাই তার প্রমাণ। জগন্নাথ কলেজও সেই ভূমিকা পালন করেছে। এখন অনেক মেধাবীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসছে। দেশের প্রতিটি ইউনিয়নের ছেলে-মেয়ারা জগন্নাথে আছে। আমি বিদেশের মাটিতে গেলেও জগন্নাথের ছাত্র-ছাত্রীদের খুঁজে পাই।’

বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যেক্ষ ড. কামাল উদ্দিন আহমদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের এসব অনুষ্ঠান এ ছোট্ট ক্যাশম্পাসকে প্রাণ ফিরিয়ে দেয়। দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাল্লা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখন তৃতীয় র্যাংিকিংয়ে অবস্থান করছে।’

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন ধনু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. মেজবাউল আলম সওদাগরসহ অন্যান্য বিভাগের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

(ঢাকাটাইমস/১৬মার্চ/এমএইচ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

ছাত্রলীগের পদ টেকাতে বিয়ে গোপন? নেতার আত্মহত্যার চেষ্টায় নানা প্রশ্নের ঘুরপাক

ঢাকা কলেজে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে দেবেন্দ্র কলেজ শিক্ষকদের কর্মবিরতি

সোমবার ১৫ নাটক নিয়ে ঢাবিতে শুরু হচ্ছে কেন্দ্রীয় নাট্যোৎসব

সাংবাদিক নির্যাতন: ঢাকা কলেজ ছাত্রলীগের ৬ কর্মী বহিষ্কার

স্মার্ট শিক্ষার্থী গড়ে তুলতে শিক্ষাকে রূপান্তরের চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

সমাজ থেকে মাদকের মূলোৎপাটন অপরিহার্য: উপাচার্য ড. মশিউর রহমান

বাংলাদেশে রয়েছে ব্লু ইকোনমি নির্ভর পর্যটন বিকাশে অপার সম্ভাবনা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

ডিগ্রি তৃতীয় বর্ষের ২ অক্টোবরের পরীক্ষা ১৪ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পিজিডি কোর্সের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করলেন উপাচার্য

এই বিভাগের সব খবর

শিরোনাম :