বিএনপি নেতা সপুকে ফের জেলগেট থেকে গ্রেপ্তারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৩, ১১:০৫| আপডেট : ২২ মার্চ ২০২৩, ১১:৫০
অ- অ+

বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুকে ফের কেরানীগঞ্জ কারাগারের জেলগেট থেকে গ্রেপ্তারের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন কারাভোগের পর মঙ্গলবার সন্ধ্যায় তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন।

ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

বিএনপি নেতা সপুর স্ত্রী আঞ্জুমান আরা বেগমের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় জামিনে মুক্তি পাওয়ার কথা ছিল সপুর। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে কারাগারের অভ্যন্তর থেকেই বের হতে দেয়নি বিএনপির এই নেতাকে।

সময় পেরিয়ে সন্ধ্যা ৭টা বেজে গেলে সপুর স্ত্রী কারা কর্তৃপক্ষের কাছে সপুর কারাগার থেকে বের হতে বিলম্বের কারণ জানতে চাইলে মীর সরাফত আলী সপুকে পুনরায় পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানানো হয়।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতা মীর সরাফত আলী সপু জামিন পেলে তাকে জেলগেট থেকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর সরফত আলী সপুকে ধানমন্ডির বাসা থেকে তুলে নিয়ে গিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

(ঢাকাটাইমস/২২মার্চ/জেবি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অক্সফাম ও ওয়াটারএইড ‘অনির্বাণ –রাইজ অ্যান্ড লিড’ শীর্ষক  উদ্যোগ চালু করল
সুপ্রিম কোর্টে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, নিরাপত্তা জোরদার
সোনারগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে প্রক্সি দলিল লেখকের দাপট
বোয়ালমারীতে বঙ্গবন্ধু স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ভেঙে দিল ছাত্র-জনতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা