আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা, নতুন মুখ রিশাদ-অনিক

ওয়ানডে সিরিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ দল। সেই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত সেই দলে নতুন মুখ হিসেবে রয়েছেন উদীয়মান লেগ-স্পিনার রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।
সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম। আর দলে ফিরেছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল:
সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী অনিক।
(ঢাকাটাইমস/২২মার্চ/এমএম)

মন্তব্য করুন