পাকিস্তানে জঙ্গি হামলায় ব্রিগেডিয়ারসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২৩, ১৬:২৪| আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৬:৩১
অ- অ+

মঙ্গলবার দক্ষিণ ওয়াজিরিস্তান এবং ডেরা ইসমাইল খানে পৃথক হামলায় একজন সিনিয়র সামরিক কর্মকর্তাসহ পাঁচ নিরাপত্তা কর্মী শহীদ হয়েছেন। খবর ডনের।

আইএসপিআরের একটি বিবৃতি অনুসারে, দক্ষিণ ওয়াজিরিস্তানে ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর ব্রিগেডিয়ার মোস্তফা কামাল বারকি সামনে থেকে এনকাউন্টারে নেতৃত্ব দেওয়ার সময় নিহত হন এবং সাত সৈন্য আহত হন, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্রিগেডিয়ার বারকি আঙ্গুর আদা থেকে ওয়ানার দিকে যাচ্ছিলেন তখন তারা আফগান সীমান্তের কাছে খামরাং এলাকায় হামলার শিকার হন। সন্ধ্যা ৬টার দিকে সংঘটিত হামলায় তার চালকও নিহত হয়েছেন।

গভীর রাত পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ব্রিগেডিয়ার বারকির পরিবারও তার নিহতের খবর নিশ্চিত করেছে।

আইএসপিআর বলেছে, ব্রিগেডিয়ার বারকি এবং তার দল একটি এনকাউন্টারের সময় সন্ত্রাসীদের বিরুদ্ধে বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তোলেন এবং মাতৃভূমির শান্তির জন্য অফিসার তার জীবন উৎসর্গ করেন।

বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলি দেশের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করার জন্য দৃঢ় সংকল্প পুনঃনিশ্চিত এবং প্রদর্শন করার অঙ্গীকার করেছে।

এর আগে আরেকটি এনকাউন্টারে, নিরাপত্তা কর্মকর্তারা ডেরা ইসমাইল খানে শহীদ হওয়ার আগে তিন সন্ত্রাসীকে হত্যা করে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আইএসপিআর-এর মতে, ২০ এবং ২১ মার্চ রাতে সন্ত্রাসীরা খুট্টির সাধারণ এলাকায় একটি পুলিশ চৌকিতে গুলি চালায়। নিরাপত্তা বাহিনী দ্রুত সময়ের মধ্যে এলাকাটি ঘিরে ফেলে, সম্ভাব্য পালানোর পথ অবরোধ করে এবং সাগ্গুর সাধারণ এলাকায় পালিয়ে আসা সন্ত্রাসীদের আটক করে। তীব্র গোলাগুলির পর তিন সন্ত্রাসী নিহত হয় এবং তাদের হেফাজত থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

গোলাগুলির সময় লোধরানের বাসিন্দা হাভালদার মোহাম্মদ আজহার ইকবাল (৪২), নায়েক মোহাম্মদ আসাদ, (৩৪), খানওয়ালের বাসিন্দা এবং দক্ষিণ ওয়াজিরিস্তানের বাসিন্দা সিপাহী মোহাম্মদ এসা (২২) প্রমুখ বীরত্বের সঙ্গে লড়াই করে শাহাদাত বরণ করেন। আহত এক পুলিশ আধিকারিককে ডিআইতে স্থানান্তরিত করা হয়েছে।

দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করার অভিযান অব্যাহত থাকায় নিরাপত্তা বাহিনী গত তিন মাসে অন্তত ১৪২ জঙ্গিকে হত্যা করেছে। এই সময়ের মধ্যে সারাদেশে নিরাপত্তা বাহিনীর ৬ হাজার ৯২১টি অভিযানে কমপক্ষে ১ হাজার ৭ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পিটিআই চেয়ারম্যান ইমরান খান টুইটারে শোক বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, ‘খবরটি শুনে দুঃখিত যে ব্রিগেডিয়ার মো. মোস্তফা কামাল বারকি সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন। তার পরিবারের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা।’

(ঢাকাটাইমস/২২মার্চ/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে বজ্রপাতে প্রাণ গেল ৫ জনের
বাউফলে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিকের মৃত্যু
আবদুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি
ডিবি হারুন ধরাছোঁয়ার বাইরেই থাকলো?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা