দক্ষিণ চীন সাগরের জলসীমায় মার্কিন যুদ্ধজাহাজের অনুপ্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৩, ১৭:৫২
অ- অ+

দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জের চারপাশে অবৈধভাবে পানিতে প্রবেশকারী একটি মার্কিন ডেস্ট্রয়ারকে পর্যবেক্ষণ করেছে বলে দাবি করেছে চীনের সামরিক বাহিনী। পর্যবেক্ষণের পর জাহাজটিকে তাড়িয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা জানিয়েছে। খবর রয়টার্সের।

বিবৃতিতে চীনের সামরিক বাহিনী বলেছে, গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস মিলিয়াস চীনের আঞ্চলিক জলসীমায় অনুপ্রবেশ করেছিল। জাহাজটি ব্যস্ত জলপথে শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুন্ন করেছে।

চীনের সাউদার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র তিয়ান জুনলি বলেছেন, ‘থিয়েটার বাহিনী সর্বদা উচ্চ সতর্কতা বজায় রাখবে এবং জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা এবং দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে।’

মার্কিন নৌবাহিনী বৃহস্পতিবার চীনা সামরিক বিবৃতিকে বিতর্কিত করে বলেছে, ডেস্ট্রয়ারটি দক্ষিণ চীন সাগরে ‘নিয়মিত অভিযান’ পরিচালনা করছে এবং তাকে বহিষ্কার করা হয়নি। আন্তর্জাতিক আইন যেখানে অনুমতি দেয় সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র উড়তে, জাহাজ চালানো এবং পরিচালনা করতে থাকবে।’

ওই এলাকায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বাড়ছে।

দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালীতে চীনের দৃঢ়তার মোকাবিলা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জোট তৈরি করছে, কারণ বেইজিং তার আঞ্চলিক দাবিকে এগিয়ে নিতে চাইছে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ নেয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
আগ্নেয়াস্ত্র ব্যবহারে নতুন নীতিমালা, জানুন কী পরিবর্তন এলো
গুলিস্তানে গাড়িচাপায় ট্রাকের হেলপার নিহত
পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ত্যাগ করলেন ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা