যুক্তরাষ্ট্রে চকলেট ফ্যাক্টরিতে বিস্ফোরণ, নিহত ২

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের একটি চকলেট ফ্যাক্টরিতে বিস্ফোরণে দুইজন নিহত ও ৯ জন নিখোঁজ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পেনসিলভেনিয়ার ওয়েস্ট রিডিং-এ চকোলেট কারখানায় ভয়াবহ বিস্ফোরণটি ঘটেছে। খবর রয়টার্সের।
স্থানীয় সময় বিকাল ৪টা ৫৭ মিনিটে ঘটা বিস্ফোরণে পামার কোং প্ল্যান্ট এবং একটি প্রতিবেশী ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। পেনসিলভেনিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা বলেছে, প্রাণহানি ও নিখোঁজ হওয়া ছাড়াও ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওয়েস্ট রিডিং মেয়র সামান্থা কাগ টেলিভিশনে সংবাদ সম্মেলনে বলেছেন, বিস্ফোরণে ভবনটি মাটির সাথে মিশে গেছে। ভবন থেকে তেমন কিছু উদ্ধার করা যায়নি। টিভি ফুটেজে ধ্বংসস্তূপে আগুন জ্বলতে ও অগ্নিনির্বাপক সদস্যদের আগুন নেভাতে দেখা গেছে।
দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ওয়েস্ট রিডিং পুলিশের প্রধান ওয়েন হোল্ডেন বলেন, ‘এখনও ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।’
আর.এম. পামার কোম্পানি ৭০ বছরের বেশি সময় ধরে মৌসুমী ক্যান্ডি আইটেম উৎপাদন করে আসছে এবং কারখানাটিতে প্রায় ৮৫০ জন ব্যক্তি কাজ করে।
টাওয়ার হেলথের মুখপাত্র জেসিকা বেজলার বার্তা সংস্থা এপিকে বলেছেন, আটজনকে রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে দুজনের অবস্থা ভালো এবং পাঁচজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের ছেড়ে দেওয়া হবে।
(ঢাকাটাইমস/২৫মার্চ/এসএটি)

মন্তব্য করুন