মহাখালীর সাততলা বস্তিতে আগুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ২৭ মার্চ ২০২৩, ০৮:০২| আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১১:৩৬

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
সোমবার সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৬টা ৪৮ মিনিটে সাত তলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ৬টা ৪৮ মিনিটে প্রথম ইউনিট যায় ঘটনাস্থলে। এখন পর্যন্ত ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’
(ঢাকাটাইমস/২৭মার্চ/এসএস/এফএ)

মন্তব্য করুন