শরীয়তপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৩

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৩, ১০:২০| আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৩:৪২
অ- অ+

শরীয়তপুরে খামারে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। রবিবার (২৬ মার্চ) বিকালে নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাহের কুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘড়িষার ইউনিয়নের বাহের কুশিয়া গ্রামে জানু মেম্বারের মাছের খামারে মাছ ধরতে গেলে ডিঙ্গামানিক ইউনিয়নের বাসিন্দা শাহিন শেখসহ কয়েকজন বজ্রপাতে গুরুতর আহত হন। শাহিনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য বুলবুল আহম্মেদ ঢাকা টাইমসকে বলেন, খামারে মাছ ধরতে গিয়ে তিন জনের মৃত্যু হয়েছে। আছরের নামাজের পর এ ঘটনা ঘটে।

নড়িয়ার মুলফৎগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার কামরুল জমাদ্দার ঢাকা টাইমসকে জানান, হাসপাতালে শাহিন শেখ নামে একজনকে সন্ধ্যার আগে হাসপাতালে এনেছিল তার স্বজনরা। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

নিহত অন্য দুজন হলেন— এলাহী বক্স ওঝার ছেলে সিরাজ ওঝা (৩৫) ও আবুল বাসার মাঝির ছেলে শাহিন মাঝি (৩৬)। নিহতরা ডিঙ্গামানিক ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামের বাসিন্দা।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঢাকা টাইমসকে বলেন, এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ অফিসাররা তদন্তে গেছেন। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবো।

(ঢাকাটাইমস/২৭মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা