ঢাকা ও রংপুর বিভাগে নতুন বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২৩, ১৬:২০| আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১৬:২৪
অ- অ+

ঢাকা ও রংপুর বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমানকে রংপুর বিভাগীয় কমিশনার এবং রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামকে ঢাকা বিভাগীয় কমিশনার করা হলো।

একইদিন পৃথক প্রজ্ঞাপনে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খলিলুর রহমানকে পদোন্নতি দিয়ে ভূমি মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তিনি মো. মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া মো. সাবিরুল ইসলাম গত বছরের ২৭ জুলাই রংপুর বিভাগের দায়িত্ব পান। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।

এছাড়া রংপুর বিভাগীয় কমিশনারের দায়িত্ব পাওয়া অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগে কর্মরত।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এসএস/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি চলছে
অল্পসময়ের ব্যবধানে নটর ডেমের দুই শিক্ষার্থীর মৃত্যু, নানা গুঞ্জন
দিনাজপুরের শালবনে মহাবিপন্ন ‘খুদি খেজুর‘ গাছের সন্ধান
সীমান্তে সেনা উপস্থিতি কমাতে একমত ভারত-পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা