নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের আহ্বান বিএসএমএমইউর উপাচার্যের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২৩, ২২:১৯
অ- অ+

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদের দায়িত্বভার নেওয়ার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে উল্লেখযোগ্য অর্জনসমূহ ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএসএমএমইউ।

বুধবার বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ জাতির পিতার নামে প্রতিষ্ঠিত দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, চিকিৎসাসেবা, গবেষণা ও উন্নয়নে আরো সামনের দিকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন। তিনি বিএসএমএমইউয়ে কর্মরত সবাইকে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত দুই বছরের অর্জনসমূহের মধ্যে রয়েছে- ব্ল্যাক ফাঙ্গাস এর রোগ নির্ণয় ও চিকিৎসা বিষয়ক গাইডলাইন প্রকাশ, ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগ চালু, করোনার সময় বেতার ভবনে ১০০ শয্যার করোনা ইউনিট চালু, বৃদ্ধি করা, আইসিইউ ও কেবিন সংখ্যা বৃদ্ধি করা, লাখ লাখ লোককে করোনা ভ্যাক্সিন দেওয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতাল চালু, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকক্ষের কেবিন-১১৭ উদ্বোধন, বন্ধ থাকা টিএসসি চালু, নিয়মিত সেন্ট্রাল সেমিনারের আয়োজন ও বিভাগীয় চেয়ারম্যানদের সাথে নিয়মিত মাসিক সভার আয়োজন, ২০ হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন অক্সিজেন প্ল্যান্ট স্থাপন, রেটিনোপ্যাথি অব প্রিমেচিউরিটি (আরওপি) ক্লিনিক চালু, প্রবীণদের পুষ্টিসহ তিনটি গবেষণার ফলাফল প্রকাশ, রোগীদের সুবিধার্থে বৈকালিক স্পেশালাইজড আউটডোর চালু, হেলথ কার্ড চালু, সফলভাবে ইনফার্টিলিটির চিকিৎসায় স্টেম সেল প্রয়োগ, সাধারণ জরুরি বিভাগের চালু, শিশু সার্জারি বিভাগে স্কিল ল্যাব, ডিজিটাল লাইব্রেরি ও তিনটি ডিভিশন এবং হিজরা নামে পরিচিত তৃতীয় লিঙ্গের শিশুদের চিকিৎসার জন্য ডিসঅর্ডার অব সেক্স ডেভেলপমেন্ট ক্লিনিক চালু, অটোল্যারিংগোলজি হেড এন্ড নেক সার্জারি বিভাগের উদ্যোগে স্কিল ল্যাবের উদ্বোধন, নয়শ’ কর্মচারীর চাকরি স্থায়ীকরণ এবং সাতশ’ নতুন নার্স নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, টোকিও বিশ্ববিদ্যালয়, ব্রাউন বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর, বেতার ভবনের স্থানে সুপার স্পেশালাইজড হাসপাতাল-২ নির্মাণের লক্ষ্যে কার্যক্রম শুরু করা, ওপিডি-১ এবং ২ নম্বর ভবনকে উলম্বভাবে বর্ধিতকরণ, কোভিড-১৯-এর ৯৩৭টি জেনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফল প্রকাশ, অন্ধত্ব নিবারণ সংক্রান্ত উচ্চতর মেডিকেল চিকিৎসা শিক্ষার বইয়ের মোড়ক উম্মোচন করা, কোভিড-১৯ এর টিকা গ্রহীতাদের উপর পরিচালিত গবেষণার ফলাফল প্রকাশ, খাদ্যে ক্ষতিকারক উপাদানের উপস্থিতি (ফুড হ্যাজার্ড) নিয়ে তিনটি গবেষণার ফলাফল প্রকাশ, ‘বাংলাদেশে কোভিড-১৯ মহামারিকালে স্বাস্থ্যকর্মীদের উপর এর মনস্তাত্ত্বিক প্রভাব, কুশলাবস্থা, সংশ্লিষ্ট ফ্যাক্টরসমূহ এবং মানিয়ে নেবার কৌশল’ শীর্ষক জাতীয় জরিপের ফলাফল প্রকাশ করা, অটোমেশন ব্যবস্থার অংশ হিসেবে উপস্থিতির ডিজিটাল পদ্ধতি চালু, দেশের প্রথমবারের মতো গর্ভাবস্থায় ভ্রুণের ত্রুটির ঝুঁকি নির্ণয়ে পরীক্ষা চালু, শিক্ষক ও চিকিৎসকদের মাঝে গবেষণা অনুদান প্রদান, ২০২২-২০২৩ অর্থ বছরে গবেষণা খাতে বরাদ্দ চার কোটি টাকা থেকে ২২ কোটি ৪০ লাখ টাকায় উন্নীত, বুক না কেটে ও অজ্ঞান না করে প্রথমবারের মতো অ্যাওরটিক ভালভ সফলভাবে প্রতিস্থাপন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন করা, ‘শিশু স্বাস্থ্য, বিকাশ ও সুরক্ষা’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ, ব্রেন ডেথ রোগীর অঙ্গদানের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো সফল ক্যাডাভেরিক কিডনি ও কর্ণিয়া ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন করা, মুজিব শতবর্ষ লিভার ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রামের অংশ হিসেবে সফলভাবে লিভার প্রতিস্থাপন সম্পন্ন করা ইত্যাদি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে-বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম ডিজিটালাইজেশনের লক্ষ্যে অটোমেশনের আওতায় আনা, পূর্ণাঙ্গভাবে ইনস্টিটিউটশনাল প্র্যাকটিস কার্যক্রম চালু, পোস্ট গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের জন্য ডরমেটরি স্থাপন, কার্ডিওভাসকুলার, চর্ম ও যৌন, কমিউনিটি অফথালমোলজি ইনস্টিটিউট স্থাপন, বঙ্গবন্ধু চেয়ার চালু, শিক্ষা, চিকিৎসা সেবা, গবেষণায় সর্বদা কোয়ালিটি অ্যাসুরেন্স নীতি অনুসরণ ও বাস্তবায়ন করা, গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা জোন ও ভবন নির্মাণ, এ্যাম্বুলেন্স সার্ভিস সম্প্রসারণ, ভিসি, প্রো-ভিসি, প্রক্টর, রেজিস্ট্রারের জন্য বাসভবন সুবিধা নিশ্চিত করা, শিক্ষক ও কর্মকর্তাদের জন্য বাসভবন সুবিধা নিশ্চিত করা, ইউনিভার্সিটির নিজস্ব ছাপাখানা চালু, ব্লক-ব্লক ইন্টারকানেকশন ওয়ে নির্মাণ, আউটডোরের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের জন্য সুদৃশ্য প্রধান ফটক নির্মাণ, বঙ্গবন্ধুর রিসার্চ সেন্টার স্থাপন, গবেষণা কার্যক্রমের জন্য এনিমেল হাউস প্রতিষ্ঠা, ডাবল শিফটে ওটি কার্যক্রম চালু করা ইত্যাদি।

সংবাদ সম্মেলনে বিএসএমএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) মো. মনিরুজ্জামান খান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর মো. হাবিবুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বপন কুমার তপাদারসহ ডিনেরা, বিভাগীয় চেয়ারম্যানেরা এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এএ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা