তিন উপসচিবকে বদলি, একজন অবসরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২৩, ১৫:০৮
অ- অ+

উপসচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া এক উপসচিব ও এক যুগ্মসচিব সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মোবাশ্বের হাসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মো. আবু হাসান সিদ্দিককে জননিরাপত্তা বিভাগে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব শেখ শামছুর রহমানকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পদায়ন করা হয়েছে।

পৃথক আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা মনজুরুল কাদের আগামী ২ এপ্রিল সরকারি চাকরি থেকে অবসর যাচ্ছেন।

এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা শাম্মী আরা চৌধুরী আগামী ৩০ এপ্রিল সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন বলে আরেক প্রজ্ঞাপনে জানানো হয়।

ঢাকাটাইমস/৩০মার্চ/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়নে আনসার ভিডিপির ‘প্রান্তিক শক্তি’ কর্মসূচি
আওয়ামী ষড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না: আমিনুল হক 
আ.লীগ দেশকে গোলামীর রাষ্ট্রে পরিণত করেছিল: মুফতি ফয়জুল করিম
জয়পুরহাটে জামিন নিতে গিয়ে কারাগারে দুই আ. লীগ নেতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা