তিন উপসচিবকে বদলি, একজন অবসরে

উপসচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া এক উপসচিব ও এক যুগ্মসচিব সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মোবাশ্বের হাসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, ভূমি মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মো. আবু হাসান সিদ্দিককে জননিরাপত্তা বিভাগে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব শেখ শামছুর রহমানকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পদায়ন করা হয়েছে।
পৃথক আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা মনজুরুল কাদের আগামী ২ এপ্রিল সরকারি চাকরি থেকে অবসর যাচ্ছেন।
এছাড়া রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দা শাম্মী আরা চৌধুরী আগামী ৩০ এপ্রিল সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন বলে আরেক প্রজ্ঞাপনে জানানো হয়।
ঢাকাটাইমস/৩০মার্চ/এসএস/ইএস

মন্তব্য করুন