চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাই

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় এক ইজিবাইকচালককে গলাকেটে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
নিহতের নাম বাদশা মিয়া (২৮)। তিনি হালুয়াঘাট উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বালিচান্দা গ্রামের মৃত মোস্তফা কামালের ছেলে। তিনি পেশায় ইজিবাইকচালক ছিলেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার কৈচাপুর ইউনিয়নের বড়দাসপাড়া সড়কের আতকাপাড়া এলাকায় একটি সেতুর পাশে ওই চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, হালুয়াঘাট উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বালিচান্দা গ্রামের মৃত মোস্তফা কামালের ছেলে বাদশা মিয়া (২৮)। তিনি ইজিবাইকচালক। গত বুধবার ইফতার শেষে তিনি ইজিবাইক নিয়ে বের হন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। সকালে হালুয়াঘাটের বড়দাসপাড়া রোডের একটি সেতুর নিচে গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দার। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার পকেটে থাকা ইজিবাইকের ব্যাটারির রশিদ দেখে পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে ইজিবাইকটি পাওয়া যায়নি।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান খান বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে- ইজিবাইক ছিনিয়ে নিতেই এ ঘটনা ঘটেছে। চালককে গলাকেটে হত্যা করা হয়েছে। জড়িতদের শনাক্ত কাজ চলছে।
(ঢাকাটাইমস/৩০মার্চ/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

মানিকগঞ্জে ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

হবিগঞ্জে বাসচাপায় অটোরিকশা চালকসহ ৩ যাত্রীর মৃত্যু

বরিশাল সিটিতে ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, দাবি মেয়র প্রার্থীদের

তাস খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

ফেনীতে শিয়ালের মাংস জব্দ, একজনকে ৫ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় সিএনজিতে থাকা বাবা-ছেলে নিহত

দেশ ছেড়ে পালানোর অভ্যাস বিএনপির, আওয়ামী লীগের না: এনামুল হক শামীম

নেত্রকোণার ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

বিএনপি ক্ষমতায় আসবে না চ্যালেঞ্জ শামীম ওসমানের
