মেট্রোরেল চলাচলের সময় আরও ২ ঘণ্টা বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২৩, ২০:০৪| আপডেট : ৩০ মার্চ ২০২৩, ২০:০৭
অ- অ+

মেট্রোরেল চলাচলে আরও ২ ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। যে অনুযায়ী আগামী ৫ এপ্রিল থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। বর্তমানে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলছে মেট্রোরেল।

বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক বলেন, যাত্রী চাহিদার কথা বিবেচনায় মেট্রোরেল চলাচলের সময় ২ ঘণ্টা বাড়ানো হয়েছে। এছাড়া এ মাসে (মার্চ) মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের সবকয়টি স্টেশন চালু হয়ে যাবে।

তিনি বলেন, আগামী জুলাই থেকে এ রুটে মেট্রোরেল চলাচল পুরোদমে শুরু হবে। এছাড়া ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ট্রেন।

তিনি আরও বলেন, মেট্রোরেল চালুর পর থেকে এ পর্যন্ত প্রায় ১০ লাখ ৭৭ হাজার যাত্রী চলাচল করেছেন।

প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরের দিন থেকে মেট্রোরেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা