হজ নিবন্ধনের সময় বাড়ল ৫ এপ্রিল পর্যন্ত

সরকারি-বেসরকারি হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ৫ এপ্রিল (বুধবার) পর্যন্ত বাড়ানো হয়েছে। কোটা পূরণ না হওয়ায় এ নিয়ে সপ্তমবারের মতো হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় থেকে জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি বলা হয়, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ৫ এপ্রিল পর্যন্ত বর্ধিত করা হলো। নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে। উভয় ব্যবস্থাপনায় নতুন করে প্রাক-নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ রয়েছে।
এতে আরও বলা হয়, কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।
(ঢাকাটাইমস/৩০মার্চ/এসএম)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

এরদোয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

সৌদি থেকে ফিরল ভুক্তভোগী ১২ নারী কর্মী

স্যাংশন নিয়ে মাথাব্যথা নেই, আমেরিকায় না গেলে কিছু আসে যায় না: প্রধানমন্ত্রী

প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করতে পারবো বলেই দিয়েছি: প্রধানমন্ত্রী

পিবজার নির্বাচনে হেরে গেলেন ড. কলিমুল্লাহ, নতুন নেতৃত্বে অ্যাড. রুহী ও ডা. রথীন্দ্র

বাসযোগ্য ঢাকার জন্য পরিবেশ শৃঙ্খলা জরুরি: স্থানীয় সরকার মন্ত্রী

পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ আরেক ছাত্রের লাশ উদ্ধার

যেসব সংসদীয় আসনের সীমানায় এসেছে পরিবর্তন

আদর্শ শহরের তুলনায় ঢাকায় সবুজ ভূমির পরিমাণ অর্ধেকেরও কম
