অর্থপাচারের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২৩, ২২:৪৭
অ- অ+

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, লুটপাট ও বিদেশে অর্থপাচারের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষের হাতে টাকা নেই। রমজানের আগে থেকেই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে বাজার উত্তপ্ত। তাই সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে।

বৃহস্পতিবার দলের চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব বলেন।

মানুষের আয় না বাড়লেও ব্যয় কয়েক গুণ বেড়েছে উল্লেখ করে জি এম কাদের বলেন, এমন বাস্তবতায়, দেশের মানুষকে স্বল্পমূল্যে রেশনিংয়ের মাধ্যমে নিত্যপণ্য দিতে সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। অবস্থা দেখে মনে হচ্ছে, দেশের মানুষের কষ্ট বোঝে না সরকার। দেশের মানুষের কষ্ট দূর করতেই আমরা রাজনীতি করছি। গণমানুষের কল্যাণেই আমাদের রাজনীতি।

এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, মোস্তফা আল মাহমুদ, উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফ, তারেক এ আদেল, যুগ্ম মহাসচিব, গোলাম মেহাম্মদ রাজু, বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, যুগ্ম আন্তর্জাতিক সম্পাদক সারা শাওলিন দিশা, কেন্দ্রীয় সদস্য শাহীন আরা সুলতানা রিমা প্রমুখ।

(ঢাকাটাইমস/৩০মার্চ/জেবি/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান এম আলীকে ধরে থানায় দিল জনতা
তারেক রহমানকে শরণখোলা বিএনপির নেতাদের চিঠি, কাউন্সিলে আঞ্জুমান আরার প্রার্থীতা বাতিলের দাবি
সনাতনী জনগণের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দিলেন কাজী আলাউদ্দিন
বিচার সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমেই দেশ পুনর্গঠন করতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা