দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, লাখ ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৩, ১৭:২৯| আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৭:৩৮
অ- অ+

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষিতে নতুন দাম সমন্বয়ে সোনার দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এতে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরি প্রতি ১ হাজার ৫১৬ টাকা বৃদ্ধি পেয়েছে। এর ফলে এখন থেকে ২২ ক্যারেটের সোনা কিনতে ভরি প্রতি খরচ হবে ৯৯ হাজার ১৪৪ টাকা।

রবিবার (২ এপ্রিল) থেকে সোনার নতুন এ দাম কার্যকর করা হবে বলেও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দাম অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ১৪৪ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ৯৪ হাজার ৬৫৩ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২২৫ টাকা বাড়িয়ে ৮১ হাজার ১২৩ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ৫৯৩ টাকা করা হয়েছে।

এর আগে গত মাসে সোনার দাম দুদফা দাম কমানোর পর এক দফা বাড়ানো হয়। এবার চলতি মাসের শুরুতেই এলো আরও দাম বাড়ানোর ঘোষণা। এতে ভালো মানের সোনার দাম ভরিতে লাখ টাকা ছোঁয়ার অপেক্ষায়।

সর্বশেষ গত ২৪ মার্চ ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ৯৭ হাজার ৬২৮ টাকা। এবার তা বেড়ে হয়েছে ৯৯ হাজার ১৪৪ টাকা।

(ঢাকাটাইমস/০১এপ্রিল/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেট্রোরেলের ঢাবি স্টেশন বিকেল থেকে বন্ধ থাকবে
গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহত ৯৫, মোট মৃত্যু ছাড়াল ৫৮ হাজার
লন্ডনে উড্ডয়নের পরই বিমান বিধ্বস্ত, বাতিল সব ফ্লাইট
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা