প্যারোলে মুক্তি পেয়ে ভাইয়ের জানাজায় বিএনপি নেতা সপু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ২২:১৩ | প্রকাশিত : ০১ এপ্রিল ২০২৩, ২২:০৭

প্যারোলে মুক্তি পেয়ে বড় ভাইয়ের জানাজায় শরিক হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

শনিবার বিকালে তিনি রাজধানীর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্যারোলে মুক্ত হন। পরে হাতকড়া পরিহিত অবস্থায় পুলিশি পাহারায় আজিমপুরের ছাপড়া মসজিদে বাদ আসর জানাজায় শরিক হন। এরপরই তাকে আবারও কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

মীর সরফত আলী সপু ও বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী ভ্রাতৃদ্বয়ের বড় ভাই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মীর আরশাদ আলী গত শুক্রবার দুপুরে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব শোকবার্তায় মীর আরশাদ আলীর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

গত ৮ ফেব্রুয়ারি রাত আনুমানিক দেড়টার দিকে ধানমন্ডির শংকরের বাসা থেকে সরাফত আলী সপুকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ। সপুর স্ত্রী আনজুমান আরা বেগম বলেন, মীর সরফত আলী সপু উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তাকে নিয়মিত বিভিন্ন ওষুধ সেবন করতে হয়। কিন্তু মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন সপু। আমি তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।

(ঢাকাটাইমস/০১এপ্রিল/জেবি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ভিসানীতি নির্বাচন ও গণতন্ত্রকে প্রভাবিত করতে পারবে না: ওবায়দুল কাদের

খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকেই বহন করতে হবে: যুবদল সভাপতি

মানুষ হৃদয়ের মধ্যে শেখ হাসিনার পতনের সাইরেন শুনতে পাচ্ছে: রিজভী

বিএনপি নেতা চাঁদের তিন বছর জেল

৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দিতে বিদেশে পাঠান, সরকারকে মির্জা ফখরুল

শুধু আমেরিকা নয়, দেশের মানুষও আ.লীগ সরকারকে স্যাংশন দিয়েছে: মির্জা ফখরুল

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ: ছাত্রদলের দফায় দফায় মারামারি

নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ শুরু

দেশের মানুষ বিশ্বাস করে সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না: দুদু

খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে গেলেন মির্জা ফখরুল

এই বিভাগের সব খবর

শিরোনাম :