বিজু উৎসব উপলক্ষে রাঙ্গামাটিতে ৩ দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন

রাঙ্গামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৩, ১৬:৪৬
অ- অ+

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সর্বৃহৎ সামাজিক ও জাতীয় উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, সাংক্রান, বিহু উপলক্ষে রাঙ্গামাটিতে ৩ দিন ব্যাপী অনুষ্ঠান উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা হয়েছে।

বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, সাংক্রান ও বিহু উদযাপন কমিটির উদ্যোগে সোমবার সকাল ১০টায় রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে এই উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদযাপন কমিটির আহবায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

এসময় উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদ সদস্য সাধুরাম ত্রিপুরা, বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, শিক্ষাবিদ অঞ্জলিকা খীসা, লেখক শিশির চাকমা, সিএইটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি এ্যাড. ভবতোষ দেওয়ান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সাধারন সম্পাদক এম জিসান বখতেয়ার উদ্দিন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলার সাধারন সম্পাদক পলাশ কুসুম চাকমা প্রমুখ।

উদ্বোধনী ও আলোচনা সভা শেষে রাঙ্গামাটি পৌরসভা থেকে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুগোপযোগী ইন্টারেক্টিভ ওয়েবসাইট উদ্বোধন করলো হাইওয়ে পুলিশ
‘হিজড়া জনগোষ্ঠীকে মানবসম্পদে রূপান্তরের কোনো বিকল্প নেই’
ভারতকে উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তান: শেহবাজ শরিফ
আইইউবিএটি’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা