নড়াইলে রেড ক্রিসেন্টের ইফতার ও সম্মাননা প্রদান

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৩, ১১:৪০

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিটের পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় শহরের চৌরাস্তা এলাকায় রেড ক্রিসেন্ট ভবনে ইফতারের আয়োজন করা হয়। এছাড়া পথচারীসহ যানবাহন চালকদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এদিকে, রেড ক্রিসেন্টে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ রক্তদাতা গ্রুপে অবদান রাখায় বাবর মির্জা রনি, অমিত দত্ত অমি ও প্রীতি রবি দাস এবং যুব সদস্য সুমি কর্মকারকে সম্মাননা স্মারক দেয়া হয়। এছাড়া যুব সদস্য ইফফাত আরা চৈতিকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন-রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, বীরমুক্তিযোদ্ধা এস এ মতিন, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, আব্দুল হাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক, নড়াইল পৌরসভার কাউন্সিলর রেজাউল বিশ্বাস, অ্যাডভোকেট নূর মোহাম্মদ, আসলাম খান লুলু, অ্যাডভোকেট রওশন আরা লিলিসহ অনেকে।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :