মৌলভীবাজারে মা হনুমানের মৃত্যুতে কাঁদছিল শাবক

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৩, ২০:২২
অ- অ+

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সংরক্ষিত সবুজ বনের ভেতর দিয়ে যাওয়া বিদ্যুতের গ্রিড লাইনে জড়িয়ে আবারও একটি চশমাপরা হনুমানের মৃত্যু হয়েছে। মায়ের মৃত্যুতে অনবরত কান্না করতে থাকে শাবক হনুমান।

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে মা হারা এই চশমাপরা হনুমান শাবকের কান্নার আওয়াজ।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (০৭ এপ্রিল) রাতে স্থানীয়রা দেখতে পান লাঠিছড়ার পাশে সড়কে ছোট একটি চশমা পরা হনুমান শাবক হাউ মাউ করে কান্না করছে। আর ছড়ায় একটি হনুমানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নিউজ হয় বিভিন্ন গণমাধ্যমে।

বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, এরা মায়ের দুধ পান করে বেঁচে থাকে। মায়ের দুধ পান করতে না পারলে এরকম ছোট শাবকগুলো বাঁচানো কঠিন। এরা মায়ের স্পর্শ ছাড়া বাঁচে না।

বর্তমানে হনুমান শাবকের অবস্থান সম্পর্কে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেটের (সদর দপ্তর মৌলভীবাজার) বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, সেটি আমাদের মার্কিয়ে ছিলো। কিন্তু কখন যেনো হারিয়ে গেছে। সম্ভবত তাদের বংশধরেরা নিয়ে গেছে।

ইতিপূর্বে একই স্থানে গত বছরের অক্টোবর মাসে আরো একটি চশমা পরা হনুমানের মৃত্যু হয়। এরপর গত ১০ ফেব্রুয়ারি বনের কাছে অবস্থিত দিলখোশ চা-বাগান এলাকায় সড়কের পাশে মৃত অবস্থায় একটি চশমা পরা হনুমান শাবককে পাওয়া গিয়েছিল। সেটিরও মৃত্যু হয়েছিল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। এভাবে একের পর এক হনুমানের মৃত্যু ঘটায় পরিবেশবিদরা শঙ্কা প্রকাশ করেছেন।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় আ.লীগের আইনবিষয়ক সম্পাদক গ্রেপ্তার
অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ১৮তম আসর
অনতিবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার, সবাইকে ধৈর্য ধরার আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা