সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে: এম নাসের রহমান

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
| আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১১:২২ | প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৩, ২২:২৩

অনির্বাচিত অবৈধ সরকার দেশ চালাচ্ছে- বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।

মঙ্গলবার বিকালে মৌলভীবাজারের বাহারমর্দ্দনে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের বাড়িতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এম নাসের রহমান বলেন, আজ সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে। এখান থেকে মুক্ত হতে হলে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাদের মালিকানা ফিরে পাবে। দেশের মানুষ এবং পুরো বিশ্ব বাংলাদেশের নির্বাচন নিয়ে শঙ্কার মধ্যে আছে।

জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ও সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র এম নাসের রহমানের আমন্ত্রণে এই ঈদ পুনর্মিলনীতে অংশ নেন বিভিন্ন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

এম নাসের রহমান এসময় সর্বস্তরের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সহসভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, বদরুল আলম, আশিক মোশাররফ, হেলু মিয়া, শ‌ওকতুল ইসলাম শকু, জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহ‌উর রহমান, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি ও জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক অলিউর রহমান, জেলা বিএনপির সহ-সম্পাদক আব্দুর রহিম রিপন, প্রচার সম্পাদক ইদ্রিছ আলী, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও জেলা কৃষকদলের সভাপতি শামিম আহমদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, জেলা মহিলা দলের নেত্রী শ্যামলী সূত্রধর, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি জিতু মিয়া, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন মাস্টার, বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ আহমদ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া শফি, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী, আনোয়ার হোসেন বাবু, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, কুলাউড়া উপজেলা বিএনপির নেতা মনির হোসেন চেয়ারম্যান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ জামাল, আলমগীর হোসেন ভূঁইয়া, শামিম আহমদ চৌধুরী, জুড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চুনু মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিএম মুক্তাদির রাজু, জেলা ওলামা দলের সভাপতি আব্দুল হেকিম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা জাসাসের সদস্য সচিব জসিম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শেখ শামিম জাফর, সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান, সৈয়দ ফয়সল আহমদ, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম ঈমানী, মশিদুল হোসেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আহমদ মাহফুজ, যুগ্ম আহ্বায়ক আমির মোহাম্মদ, পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান শিপন, যুগ্ম আহ্বায়ক শিবলু আহমদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, সহসভাপতি আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক সোহাগ আহমদ, মুহিবুর রহমান সাজিব, হোসাইন আহমদ, কলেজ ছাত্রদলের সভাপতি জনি আহমদ, উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ জাবেদ আলী নাঈমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রমুখ।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপি নেতাদের বানোয়াট কথা শুনে জিয়াউর রহমান কবরে শুয়ে লজ্জা পায়: পররাষ্ট্রমন্ত্রী

আ.লীগ বিদেশিদের দাসত্ব করে না: ওবায়দুল কাদের 

বাংলাদেশে একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই, তখন আ. লীগ থাকবে না: আমিনুল হক

উপজেলা নির্বাচন ঘিরে তৃণমূল আ.লীগে বাড়ছে দ্বন্দ্ব

সরকারের এমপিরা ঘোষণা দিয়ে লুটপাট শুরু করেছে: এবি পার্টি

বদরের চেতনায় লড়াই অব্যাহত রাখার আহ্বান ছাত্রশিবির সভাপতির

আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ফখরুলের

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

এই বিভাগের সব খবর

শিরোনাম :