কে হচ্ছেন শাকিবের ‘প্রিয়তমা’?

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৩, ১৮:০১| আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১৮:০৫
অ- অ+

ঈদের আমেজ শেষ হতে না হতেই ঈদুল আজহার সিনেমার ঘোষণা দিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সিনেমার নাম ‘প্রিয়তমা’। ছবিটি নির্মাণ করবেন হিমেল আশরাফ

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোষ্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ। তবে ছবিতে শাকিবের নায়িকা হবেন কে? এ বিষয়ে জানতে চাইলে নির্মাতা হিমেল বলেন, ‘নায়িকা সিলেকশনে চমক রাখা হয়েছে। পরবর্তীতে জানানো হবে। এটা আপাতত চমক হিসেবে থাকুক।’

জানা গেছে, এরইমধ্যে ছবিটির শুটিং শুরু হলেও শাকিব আগামী ৮ মে থেকে পুরান ঢাকায় অংশ নেবেন। টানা এক মাস কাজের মধ্য দিয়ে শেষ করবেন এর শুটিং।

সিনেমাটি প্রসঙ্গে সংবাদমাধ্যমে শাকিব খান বলেন, ‘খুব বেশি কিছু বলতে চাই না, অল্প কথায় বললে বলতে হয়, চমৎকার একটা ছবি নিয়েই হাজির হব। নিটোল প্রেম ও অ্যাকশন ধাঁচের এই ছবিতে আমাকে একেবারে অন্য রকম একটা লুকে পাওয়া যাবে, যা আগের কোনো ছবিতে দেখেনি কেউ।’

‘প্রিয়তমা’ প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া। যার প্রযোজক আরশাদ আদনান। এর আগে তিনি ইউটার্ন ও সুলতানা বিবিয়ানা নামে দুটি ছবি প্রযোজনা করেন।

নির্মাতা হিমেল বলেন, ‘আদনান ভাই সিনেমা প্রেমী মানুষ। তিনি নিয়মিত ছবি বানাবেন। কোরবানির ঈদে ‘প্রিয়তমা’ মুক্তি দেওয়া হবে।’

এটি হতে যাচ্ছে হিমেল আশরাফের দ্বিতীয় সিনেমা। এর আগে তিনি বেশকিছু নাটক নির্মাণ করে পরিচিতি পেয়েছেন। ২০১৭ সালে গ্রামীণ গল্পের প্রেমের ছবি ‘সুলাতানা বিবিয়ানা’ বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন।

‘প্রিয়তমা’র কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ছবিটির শুটিং হবে ঢাকা, সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবান।

(ঢাকাটাইমস/২৬এপ্রিল/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শপিং মলে ধাক্কা দিয়ে টাকা ও স্বর্ণ চুরি, নারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার
তারেক রহমানকে যুবদলের সম্মাননা
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, উত্তরবঙ্গ-ঢাকা সড়ক যোগাযোগ বন্ধ
ফ্রান্সের শেষ সংবাদপত্র ফেরিওয়ালা আলি আকবর পাচ্ছেন ‘অর্ডার অব মেরিট’ সম্মাননা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা