৭০৪ রানে ইনিংস ঘোষণা লঙ্কানদের

গলেতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে আয়ারল্যান্ডের করা ৪৯২ রানের জবাবে ব্যাট করতে নেমে মধুস্কা ও কুশল মেন্ডিসের ডাবল সেঞ্চুরি এবং অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেঞ্চুরিতে ৩ উইকেটে ৭০৪ রান তুলে ইনিংস ঘোষণা করল শ্রীলঙ্কা। ফলে ২১২ রানের লিড নিয়েছে লঙ্কানরা।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৩৫৭ রানে তৃতীয় দিন শেষ করে শ্রীলঙ্কা ক্রিকেট দল। চতুর্থ দিনের খেলায় আজ ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার নিশান মধুস্কা ও কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে তুলেছেন ২৬৮ রান। তাতেই আইরিশদে ছাড়িয়ে লিড নিতে থাকে দল।
এই দুই ব্যাটারই ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন। ৩৩৯ বলে ২২টি চার ও একটি ছয়ে ২০৫ রান করেন মধুস্কা। এদিকে ২৯১ বলে ১৮টি চার ও ১১টি ছয়ের মাধ্যমে ২৪৫ রান করে থেমেছেন কুশল।
এছাড়াও সেঞ্চুরির দেখা পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ১১৪ বলে ১০০ রানে অপরাজিত থাকেন তিনি। এছাড়া রিটায়ার্ড হার্ট হওয়ার আগে ১৩ রান করেন দিনেশ চান্দিমাল। ১২ রানে অপরাজিত থাকেন ধনঞ্জয়া ডি সিলভা।
আর শেষ বিকেলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। সুবিধা করতে পারেননি দুই ওপেনার। ১৬ বলে ১০ রানে জেমস ম্যাককলাম ও ৩৯ বলে ১৯ রানে পিটার মুর সাজঘরে ফেরেন। আর ১৮ রানে অ্যান্ডি বালবির্নি ও ৭ রানে হ্যারি টেক্টর অপরাজিত থাকেন।
(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এমএম)

মন্তব্য করুন