দিনাজপুরে ট্রাকচাপায় ২ জন নিহত

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২৩, ১১:৩২| আপডেট : ০৩ মে ২০২৩, ১২:১৩
অ- অ+

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রাকচাপায় দুজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ফুলবাড়ী-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের চান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পার্বতীপুর পৌর শহরের ধুপিপাড়া এলাকার মৃত সুলতানের ছেলে আবুল কালাম (৫৫) ও একই এলাকার আব্দুল মান্নানের ছেলে আশরাফুল ইসলাম (২৪)।

স্থানীয়রা জানান, পার্বতীপুর থেকে ভ্যানে দুই যাত্রী ভবানীপুরের দিকে যাচ্ছিলেন আর ট্রাকটি ফুলবাড়ী থেকে সৈয়দপুরের দিকে যাচ্ছিল। এ সময় চান্দাপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

পার্বতীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/০৩মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরানের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি
শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ
ইরানে দখলদার ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৬৩৯
‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ শুক্রবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা