যাদুকাটা নদীর পারে লজ্জাবতি বানর

নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ
  প্রকাশিত : ০৩ মে ২০২৩, ২২:৩২
অ- অ+

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় বাদাম ক্ষেত থেকে একটি লজ্জাবতি বানর উদ্ধার করেছে আব্দুস ছবুর মিয়া নামে এক কৃষক। উদ্ধার করে নিজ বাড়িতে সেবা যত্ন করছেন গত দুদিন ধরে। তবে বানরটি খাওয়া দাওয়া করছে না। মঙ্গলবার বিকালে এই বানরটি পাওয়া যায়।

কৃষক আব্দুস ছবুর জানায়,আমি যাদুকাটা নদীর পাড়ে দুপুরে আমার বাদাম ক্ষেতে যাই। এসময় পাশে থাকা একজনকে কামড় দেয় এই বানরটি। পরে আমি আমার কাছে থাকা একটি লাঠি ধরলে লাঠিতে উঠে বসে থাকে। পরে আমি বাড়িতে নিয়ে আসি। আসার পর থেকে খাবার দিলে খাচ্ছে না। চুপ করে বাড়িতে কাঠের ধরনায় মুখ লুকিয়ে বসে থাকে।

সুনামগঞ্জ বনবিভাগের রেঞ্জ অফিসার সাদ উদ্দিন জানান, আমি আগামীকাল স্পটে গিয়ে বানরটি দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) সুপ্রভাত চাকমা জানান, এই বিষয়ে বনবিভাগকে জানোনো হচ্ছে। বনবিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

(ঢাকাটাইমস/৩মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ – গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
নিবন্ধন স্থগিত হলেও ইসির তফসিলে থাকছে ‘নৌকা’, অন্তর্ভুক্ত হচ্ছে না ‘শাপলা’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা