সাতক্ষীরায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, মা ও নবজাতকসহ নিহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২৩, ২২:৪২
অ- অ+

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মির্জাপুর শ্মশান এলাকায় তেলবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নবজাতক মেয়ে ও বড় জামাইসহ মা নিহত হয়েছেন।

নিহতরা হলেন, আশাশুনি উপজেলার খলিষানী গ্রামের আলাউল গাইনের স্ত্রী তানজিলা খাতুন (৪০), তার সদ্য ভূমিষ্টজাত মেয়ে ও বড় জামাতা সদর উপজেলার নারায়নপুর গ্রামের বেলাল হোসেন ডালিম (২৮) ।

নিহতের স্বামী আলাউল গাইন জানান, নিজ বাড়িতে মঙ্গলবার মেয়ে সন্তান প্রসব করেন তানজিলা খাতুন। তবে মেয়ে ব্যাপক অসুস্থ হয়ে পড়ায় অ্যাম্বুলেন্সযোগে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছিল মা ও মেয়েকে। পথিমধ্যে মির্জাপুরে দুর্ঘটনার কবলে পড়ে বড় জামাতাসহ তারা মারা যান।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান,বিকেল সাড়ে তিনটার দিকে সাতক্ষীরাগামী মেঘনা কোম্পানির একটি তেলবাহী ট্রাক ও খুলনাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের ওসি শওকত হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে মা ও নবজাতকের মৃত্যু হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে জামাতা ডালিমের মৃত্যু হয়। এছাড়া অ্যাম্বুলেন্সের চালকসহ কমপক্ষে ৪জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ২জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১০মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা