প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পে খুঁজে পাওয়া বাস্তব গল্প নিয়ে নাটক ‘স্বপ্নের ঠিকানা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ মে ২০২৩, ১১:৪৬

গিয়াস কর্মমুখর মানুষ। তবে নিজের কোনো ঠিকানা হয়নি তার। গিয়াস ফরিদপুরের সালথা উপজেলার বাসিন্দা। ঠিকানাহীন মানুষটি রাত হলে ঘুমোতেন কোনো টং দোকানের সামনে অথবা কোনো প্রতিবেশির বারান্দায়।

ঠিকানা না থাকায় গিয়াসের জীবনে তার প্রিয় মানুষ ময়নার আসা অনিশ্শ্চিত হয়ে যায়। তবে পাল্টে যায় তার জীবন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পে গিয়াস খুঁজে পান তার ‘স্বপ্নের ঠিকানা’।

এমন সত্য ঘটনা অবলম্বনে নাটক লিখেছেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন, যিনি শাহিন সপ্তম নামে সাহিত্য রচনা করেন। শাহিন সপ্তম রচিত নাটকটি দৃশ্যে ধরেছেন নাট্যজন সেলিম রেজা সেন্টু। তার পরিচলালনায় ‘জীবন স্পর্শ করা মাটির গন্ধমাখা’ স্বপ্নের ঠিকানা নাটকটি শিগগির দেখানো হবে টেলিভিশন চ্যানেলে।

সেলিম রেজা সেন্টু জানান, গিয়াস চরিত্রে অভিনয় করেছেন তারিক স্বপন, ময়না চরিত্রে অভিনয় করেছেন ডেবোরা সিলভীকুইয়া। এছাড়াও লোমানুর রহমান জুয়েল, আব্দুল মোমিন, জয় দাস এবং শাহিন সপ্তমসহ আরও কয়েকজন অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন। নাটকটির চিত্রগ্রহণ করেছেন সুজন মেহমুদ।

(ঢাকাটাইমস/১৬মে/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :