চবিতে গেট আটকে ছাত্রলীগের বিক্ষোভ

ইচ্ছামতো ভাড়া আদায়, মানহীন খাবার ও দাম বৃদ্ধি, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি- এসব কারণ দেখিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। প্রায় ৪৫ মিনিট ধরে এ বিক্ষোভ চলে। পরে প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করা হয়।
দাবি আদায়ে বুধবার (১৮ মে) রাত ৮টা ৩০ মিনিটে প্রধান গেট আটকে দেয় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।
১৬ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরীক্ষার শুরু থেকেই খাবারের দাম এবং রিকশা ও বাসের ভাড়া নিয়ে অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দোকানিরা মানহীন খাবারের ইচ্ছামতো দাম রাখছেন। ভাড়া বেড়েছে কয়েকগুণ। ২০ টাকার ভাড়া ক্ষেত্রবিশেষে ৬০-৭০ রাখা হচ্ছে।
আন্দোলনকারীরা ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর কর্মী এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, ‘কিছু অভিযোগে ছাত্রলীগের কর্মীরা আন্দোলন শুরু করে। অভিযোগগুলো আমরা আগেও পেয়েছি। এরই মধ্যে ভাড়া বেশি নেওয়ার কারণে কয়েকজন বাস সিএনজিচালককে জরিমানাও করা হয়েছে।’
(ঢাকাটাইমস/১৮মে/এফএ)

মন্তব্য করুন