বিজিবি ডগের অভিযান: বাসের সিটের নিচে রাখা দেড় হাজার ইয়াবাসহ যুবক ধরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৩, ১৪:৫৮| আপডেট : ১৯ মে ২০২৩, ২০:৩১
অ- অ+

টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪০০ পিচ ইয়াবাসহ একজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) দমদমিয়া বিওপির একটি টহলদল। আটককৃত ব্যক্তিকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানান।

মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ দমদমিয়া বিওপির একটি টহলদল গতকাল টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকি পরিবহনের একটি বাস তল্লাশির জন্য থামায়। এসময় ডগ স্কোয়াডের মাধ্যমে বাসটিতেক তল্লাশি শুরু করলে একজন যাত্রীর সিটের নিচে, পায়ে ও হাতে ঘ্রাণ নিতে থাকে ডগ এবং সন্দেহজনক আচরণ প্রকাশ করে।

পরে ওই যাত্রীর সিটের নিচে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ইয়াবা বহনকারী যাত্রীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

(ঢাকাটাইমস/১৯মে/কেআর/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা