ইউক্রেন যুদ্ধে ১০ হাজার বন্দি নিহত: ওয়াগনার প্রধান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২৩, ১৪:৪৬| আপডেট : ২৫ মে ২০২৩, ১৫:১৪
অ- অ+

রাশিয়ার ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, ইউক্রেনে যুদ্ধের জন্য নিয়োগ করা প্রায় ১০ হাজার বন্দি যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে।

বন্দিদের ইউক্রেনে ওয়াগনারের সঙ্গে লড়াইয়ে যোগ দিতে রাজি করানোর জন্য প্রিগোজিন গত বছর রুশ কারাগারগুলো পরিদর্শন করেছিলেন।

এ সময় তিনি তাদের বলেছেন, বেঁচে থাকলে তাদের ফিরে আসার পর প্রতিশ্রুত সাধারণ ক্ষমার সুযোগ পাবেন।

এই বন্দীদের ইউক্রেনে কামানের খাদ্য হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মনে করা হয়।

প্রিগোজিন মঙ্গলবার দিনের শেষ দিকে প্রকাশিত একটি ভিডিও সাক্ষাৎকারে বলেন, ‘আমি ৫০ হাজার বন্দি নিয়েছিলাম যার মধ্যে প্রায় ২০ শতাংশ নিহত হয়েছে।’

(ঢাকাটাইমস/২৫মে/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা