সিরাজগঞ্জে অস্ত্র মামলায় চার যুবকের ১০ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২৩, ১২:০০
অ- অ+

সিরাজগঞ্জের শাহজাদপুরে অস্ত্র মামলায় চার যুবককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জেসমিন আরা জাহান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, বেলকুচি উপজেলার মেঘুল্লা গ্রামের শহিদুল ইসলাম (৫১), একই গ্রামের আসাদুল (৩২), এনায়েতপুর থানার আজুগড়া গ্রামের দুলাল সরকার (২৬) ও বেতিল চরের জাকির হোসেন (২৬)।

রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি রাতে শাহজাদপুরের তালগাছি বাজারে করতোয়া ডিগ্রি কলেজ এলাকায় অস্ত্র কেনাবেচা হচ্ছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। পরে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের তল্লাশি চালিয়ে চারটি দেশিয় পাইপগান ও চারটি কারতুজের গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

এ ঘটনায় শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আসামীদের উপস্থিতিতে আজ আদালত এ রায় প্রদান করেন।

(ঢাকাটাইমস/২৫মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা