চেলসিকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেল ইউনাইটেড

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২৩, ১৫:২২
অ- অ+

ইংলিশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পাত্তাই পায়নি চেলসি। হেরেছে ৪-১ গোলের বিশাল ব্যবধানে। আর এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করেছে ইউনাইটেড। ম্যাচে ম্যান ইউর পক্ষে একটি করে গোল করেন ক্যাসেমিরো, মার্সিয়াল, ফার্নান্দেস ও রাশফোর্ড। চেলসির পক্ষে একমাত্র গোলটি করেন ফিলিক্স।

এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠেছে ইউনাইটেড। ৩৭ ম্যাচে তাদের সংগ্রহ ৬৯ পয়েন্ট। অন্যদিকে ৩৭ ম্যাচে সর্বোচ্চ ৮৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে সিটি। এদিকে ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল এবং ৭০ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে নিউ ক্যাসল।

ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে থেকেই বল দখলে এগিয়ে থাকে চেলসি। কিন্তু আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেড। এদিন পুরো ম্যাচের ৫৯ শতাংশ সময় নিজেদের অধীনে বল ধরে রেখেছিল চেলসির ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর শট নেয় পাঁচটি।

অন্যদিকে বল দখলে পিছিয়ে থাকা ইউনাইটেড পুরো ম্যাচের ৪১ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল ধরে রাখতে সক্ষম হয়েছে। তবে আক্রমণে বেশ ধার ছিল স্বাগতিক ফুটবলারদের। চেলসির গোলবারে মোট শট নিতে পেরেছে নয়টি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায়। গোল করে দলকে এগিয়ে নেন ক্যাসেমিরো। আর প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্সিয়াল। ফলে প্রথমার্ধ শেষ হয়েছে ২-০ গোল ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের খেলায় গোলের জন্য মরিয়া হয়ে উঠে চেলসি। কিন্তু পাচ্ছিলো না গোলের দেখা। উল্টো খেয়ে বসে আরও দুটি গোল। ম্যাচের ৭৩তম মিনিটে পেনাল্টি পায় এরিক টেন হাগের শিষ্যরা। এ সময় ব্রুনো ফার্নান্দেস পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-০ করে ফেলেন। আর ৭৮ মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে ব্যবধান হয় ৪-০। ৮৯তম মিনিটে চেলসির জোয়াও ফেলিক্স গোল করে কেবল ব্যবধান কমান। কিন্তু সেটা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

(ঢাকাটাইমস/২৬মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা