রিজার্ভ ডে’তে গড়ালো আইপিএলের ফাইনাল

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২৩, ১৪:০৭| আপডেট : ২৯ মে ২০২৩, ১৪:১১
অ- অ+

বৃষ্টির কারণে গতকাল নির্ধারিত দিনে হতে পারেনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ষোড়শ আসরের ফাইনাল। আজ রিজার্ভ ডে’তে হবে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচটি। নির্ধারিত দিনে যেহেতু টস হয়নি, আজ টস দিয়েই শুরু হবে ফাইনাল।

আহমেদাবাদে সন্ধ্যা নামতেই শুরু হয় বৃষ্টি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বৃষ্টির তেজ বাড়তে থাকে। টস করার জন্য মাঠেও নামতে পারেনি দু’দল। ম্যাচ শুরুর জন্য নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করতে কাট-অফ টাইম ঠিক করা হয় রাত ১২টা ৬ মিনিট। কিন্তু কাট-অফ টাইমের আগেই নির্ধারিত দিনের খেলা স্থগিত করে রিজার্ভ ডে’তে ফাইনাল গড়ানোর সিদ্বান্ত নেন ম্যাচ কর্মকর্তারা।

এই প্রথম আইপিএলের ফাইনাল রিজার্ভ ডে’তে গড়ালো। সর্বশেষ ২০১৪ সালের আইপিএলে কোয়ালিফাইয়ার ১-এ কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের ম্যাচ রিজার্ভ ডে’তে অনুষ্ঠিত হয়েছিল।

(ঢাকাটাইমস/২৯মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাঞ্জাব না বেঙ্গালুরু, আইপিএলের নতুন চ্যাম্পিয়ন কে?
মাত্র ১০ ওভারেই পাঞ্জাবকে হারিয়ে আইপিএল ফাইনালে বেঙ্গালুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা