দুই জেলায় নতুন এডিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২৩, ২০:৩৫
অ- অ+

অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে দুই জেলায় নতুন দায়িত্ব পেয়েছেন দুইজন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা। জেলাগুলো হলো- মুন্সীগঞ্জ ও নওগাঁ। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য একজন কর্মকর্তার (সিনিয়র সহকারী সচিব) চাকরি চট্টগ্রাম বিভাগে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঢাকা বিসিএস প্রশাসন একাডেমির উপ-পরিচালক (সিনিয়র সহকারী সচিব) সোহেল রানাকে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক এবং মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব জাকির হোসেনকে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হলো। অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলিকৃত কর্মকর্তাকে তার নিজ অধিক্ষেত্রে (পদায়িত জেলা) বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।

পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব স. ম. আজহারুল ইসলামকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়নের জন্য তার চাকরি চট্টগ্রাম বিভাগে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

(ঢাকাটাইমস/৩০মে/এসএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, রেল যোগাযোগ বন্ধ
দেশের কোথাও ‘চরমোনাইকে’ মাহফিল করতে না দেওয়ার হুঁশিয়ারি ওলামা দলের
রাঙ্গুনিয়ায় শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
র‍্যাব সদর দপ্তরে আইনবিষয়ক সেমিনার ও এআই প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা