সিলেটে আওয়ামী লীগ ও জাপার মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

সিলেট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২৩, ২১:১৪
অ- অ+

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী এবং জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। একইসঙ্গে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে ব্যাপারে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত আকারে জানাতে বলা হয়েছে।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, কোনও প্রার্থী বা তার পক্ষে কোনও রাজনৈতিক দল, ব্যক্তি, সংস্থা কিংবা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে কোনও ধরনের নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন না। সিলেটে ২ জুন প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হওয়ার কথা। কিন্তু নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই দুই প্রার্থী। আচরণ বিধিমালা ৩২ বিধি অনুযায়ী কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত আকারে জানাতে হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের সাংবাদিকদের বলেন, ‘দুই মেয়র প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেয়েছি। তাই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের জবাবেব ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/৩০মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা বড় জমায়েতের ডাক
খুলনায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ, পত্রিকা অফিসে অগ্নিসংযোগ
ড্রেজিং কাজে পাঁচদিন বন্ধ থাকবে চন্দ্রঘোনা ফেরিঘাট
পোপ হলেন উত্তর আমেরিকান রবার্ট প্রিভোস্ট, বিশ্ব নেতাদের অভিনন্দন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা