সিলেটে আওয়ামী লীগ ও জাপার মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী এবং জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। একইসঙ্গে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে ব্যাপারে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিত আকারে জানাতে বলা হয়েছে।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, কোনও প্রার্থী বা তার পক্ষে কোনও রাজনৈতিক দল, ব্যক্তি, সংস্থা কিংবা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে কোনও ধরনের নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন না। সিলেটে ২ জুন প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হওয়ার কথা। কিন্তু নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই দুই প্রার্থী। আচরণ বিধিমালা ৩২ বিধি অনুযায়ী কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী তিন কার্যদিবসের মধ্যে কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত আকারে জানাতে হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের সাংবাদিকদের বলেন, ‘দুই মেয়র প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেয়েছি। তাই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের জবাবেব ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
(ঢাকাটাইমস/৩০মে/এআর)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে ভাগিনার মরদেহ দেখে মামার মৃত্যু

প্রধানমন্ত্রী জন্মদিনে গাজীপুরে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের দোয়া আয়োজন

ঈদে মিলাদুন্নবি উপলক্ষে কিশোরগঞ্জে ইফার দোয়া মাহফিল

স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, আ.লীগ নেত্রীর ছেলে গ্রেপ্তার

মাদারীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

সপ্তম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে ঠেকালেন এসিল্যান্ড

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর অনুষ্ঠানে হামলায় আহত ৭

শরীয়তপুরে আ.লীগ নেতার উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

যশোর তরুণ লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা
