ইতালির মিলানে জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালন স্বেচ্ছাসেবকদলের

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ইতালি উত্তর মিলান শাখা। স্থানীয় বায়তুল মোকাররম জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে স্বেচ্ছাসেবকদলের ইতালি উত্তর এর আহ্বায়ক আজমত উল্লাহ শিকদার রবিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব নূর হোসেন জমিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল সভাপতি পারভেজ মল্লিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের সহ আন্তর্জাতিক সম্পাদক সোহেল আহমেদ, মিলান বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন,হোসাইন মোহাম্মদ মনির,এজিএম জয়নাল,ময়েজুর রহমান,ব্রেসিয়া বিএনপি নেতা শরিফুল ইসলাম মাসুদ ,ইতালি উত্তর সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল পাশা ,রাজন আহমেদ ,আনোয়ার হোসেন, খালেদ দেওয়ান, ব্রেসিয়া স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সুজন আহমেদসহ মিলান বিএনপি যুবদল স্বেচ্ছাসেবদলের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব পরিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,আরাফাত রহমান কোকো এর মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
(ঢাকাটাইমস/৩০মে/এআর)

মন্তব্য করুন