৪০-এ পা দিলেন চঞ্চল চৌধুরী

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২৩, ১২:৩৮| আপডেট : ০১ জুন ২০২৩, ১২:৪০
অ- অ+

জীবনের আরও একটি বসন্ত পেরিয়ে নতুন বসন্তে পা দিলেন দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। বৃহস্পতিবার তার বয়স ৩৯ পূর্ণ হলো। ৪০ বছরে পা দিয়েছেন অভিনেতা। এরইমধ্যে বহু সহকর্মী সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে চঞ্চলকে তার ৪০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

১৯৭৪ সালের ১ জুন চঞ্চল চৌধুরীর জন্ম হয় পাবনা জেলার সুজানগর উপজেলার কামারহাট গ্রামে। সেখানেই বেড়ে উঠেন তিনি। রাজবাড়ি সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় ভর্তি হন। পড়াশোনা শেষ করে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন।

ছোটবেলা থেকেই গানবাজনা, আবৃত্তি আর নাটকের প্রতি টান ছিল চঞ্চল চৌধুরীর। সেই সূত্রেই মঞ্চনাটকের প্রতি আগ্রহ তৈরি হয়। ১৯৯৬ সালে মামুনুর রশীদের আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হন চঞ্চল। এর মাধ্যমে অভিনয় জীবনের শুরু। তার অভিনীত প্রথম মঞ্চনাটক আরণ্যক নাট্যদলের ‘কালো দৈত্য’। পরবর্তীতে এই নাট্যদলের ‘সংক্রান্তি’, ‘রাঢ়াঙ’, ‘শত্রুগণ’সহ অনেক নাটকে কাজ করেন।

২০০০ সালে ফরিদুর রহমান পরিচালিত ‘গ্রাস’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে পা রাখেন তিনি। অল্প সময়ের মধ্যে দক্ষ অভিনেতা হিসেবে সুনাম কুড়ান তিনি। মোস্তফা সরওয়ার ফারুকীর ‘তাল পাতার সেপাই’ নাটক দিয়ে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন চঞ্চল। বহু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি।

২০০৬ সালে তৌকির আহমেদ পরিচালিত ‘রূপকথার গল্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে চঞ্চলের। ২০০৯ সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমায় সোনাই চরিত্রে অভিনয় করেন। এই সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান চঞ্চল।

পরের বছর গৌতম ঘোষ পরিচালিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘মনের মানুষ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান অভিনেতা। ২০১৬ সালে ‘আয়নাবাজি’ সিনেমায় শাফায়েত করিম আয়না চরিত্রে অভিনয়ে করে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তোলেন চঞ্চল।

বর্তমানে বাংলাদেশের পাশাপাশি করকাতার ইন্ডাস্ট্রিতেও কাজ করছেন চঞ্চল চৌধুরী। ওপার বাংলার কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানাচ্ছেন সৃজিত মুখার্জী। সেখানে নাম ভূমিকায় অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। সিনেমাটির কাজ এখনো চলমান।

(ঢাকাটাইমস/১জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা