হাতপাখার প্রার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ

ধর্মীয় অনুভুতিতে আঘাত হানার অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করীমের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তা নিকট লিখিত দিয়েছেন অপর এক মেয়র প্রার্থী।
বৃহস্পতিবার দুপুরে স্বতন্ত্র হাতি প্রতীকের মেয়র প্রার্থী মো. আসাদ্দুজ্জামান বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাত করে এ লিখিত অভিযোগ দাখিল করেন।
লিখিত অভিযোগে মেয়র প্রার্থী মো. আসাদ্দুজ্জামান উল্লেখ করেছেন, হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করীমের নির্বাচনী শতাধিক প্রচার মাইকে গান বাজিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে প্রচার অভিযান পরিচালনা করছে। যেটা মেয়র প্রার্থী হিসেবে তিনি মনে করেন ভোটারদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে এবং যা তার নির্বাচনে বিরুপ প্রভাব বিস্তার করছে।
এতে স্বতন্ত্র হাতি প্রতীকের মেয়র প্রার্থী মো. আসাদ্দুজ্জামান মানসিকভাবে বিপর্যস্ত বলেও লিখিত অভিযোগে উল্লেখ করেছেন।
লিখিত অভিযোগে তিনি তিনটি ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত বিষয়ের কথা উল্লেখ করেছেন। যা হলো ‘এবার যেখানে সেখানে ভোট দিবেন না ভাই’, ‘হাতপাখায় ভোট দিলে আল্লাহ রসুল পায়’ ও ‘হাতপাখাতে ভোট দিলে ভাই আল্লাহ খুশি হয়, রসুল খুশি হয়।’
আর এ শব্দগুলোকে প্রচার-প্রচারণার ক্ষেত্রে আপত্তিকর উল্লেখ করে মেয়র প্রার্থী লিখিত অভিযোগ করেন। এ থেকে বিরত রাখার কথাও বলেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানান।
রিটার্নিং কর্মকর্তা হুমায়ন কবির লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
তবে লিখিত অভিযোগ দাখিল শেষে স্বতন্ত্র হাতি প্রতীকের মেয়র প্রার্থী মো. আসাদ্দুজ্জামান বলেন, সিটি নির্বাচনে আমরা সাতজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছি এবং সবাই প্রচার-প্রচারণা চালাচ্ছে। কিন্তু হাতপাখার প্রতীকের প্রার্থী প্রচার করছেন হাত পাখায় ভোট দিলে আল্লাহ রাসুল খুশি হয়। তাহলে হাতপাখা পরাজিত হলে কি হবে। এ নিয়ে আমাকে একাধিক কর্মী সমর্থক প্রচারণার বিষয়টি নিয়ে বলেছে। আমরা মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হলেও এ দেশে হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধসহ আরও অনেক ধর্মের ও জাতির মানুষ রয়েছে। প্রচারেই তিনি বলে দিচ্ছেন মুসলমান ছাড়া কারও ভোটের তাদের দরকার নাই। সাম্প্রদায়িকতা ছড়াচ্ছেন তিনি।
আবার তারাই বলছেন, ‘যাকে তাকে ভোট দিবেন না ভাই’, তাহলে আমরা যারা নির্বাচনী বিধি মেনে বৈধ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি তাদের অবস্থানটা কি দাঁড়াচ্ছে। এটা তো আমাদের জন্য মান হানিকর। এগুলো নির্বাচনী আচরণবিধি স্পষ্ট লঙ্ঘন। এই প্রচার বন্ধ এবং ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি আমি।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করীম এ বিষয়ে বলেন, আমি নিজেই একজন ধর্মীয় লোক, আমার দাড়ি-টুপি, পোশাক, কলেমা, নামাজ, আচরণ, কৃষ্টিকালচার সবই ধর্মীয়। যারা ধর্ম পালন করে না তার তো আমাকে ধর্মীয় হিসেবেই দেখবে কিন্তু আমি তাদের বলছি নির্দিষ্ট করে বলতে হবে সেই ধর্মীয় উস্কানিটা কি দিয়েছি।
তিনি বলেন, আমি খ্রিষ্টান, হিন্দুসহ সবার কাছে গিয়েছি। হিন্দুরা আমার জন্য কাজও করছে, আমি যদি ধর্মীয় উস্কানি দিতাম তাহলে তারা আমার জন্য কেন কাজ করবে। বরং আমরা ধর্মীয় সহঅবস্থান সৃষ্টি করতে চাই এবং ধর্মীয় সহঅবস্থান সৃষ্টি করতে পারবো এই বিশ্বাস আছে বলেই তারা আমার পক্ষে কাজ করছে। আসলে ব্যাপারটা হলো হাতপাখার গণজোয়ার দেখে তারা ঈর্ষান্বিত।
(ঢাকাটাইমস/০১জুন/এসএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

পার্বত্যবাসীরা দেশের সম্পদ: পার্বত্যমন্ত্রী

চাঁদপুরে লাইভ সম্প্রচারকালে অস্ত্রশস্ত্র নিয়ে ‘বালুখেকো’ সেলিমের নেতৃত্বে হামলা, সাংবাদিকসহ আহত ২০

মেঘনায় তিন জেলেকে হত্যা, ইউএনও অফিস ও থানা ঘেরাও

বগুড়ায় ঘরে ঘরে চাঁদা চেয়ে নোটিশ, অপহরণের হুমকি

পুবাইলে প্রবীণ দিবস উপলক্ষে র্যালি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নতুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের শ্রদ্ধা

চাঞ্চল্যকর হোটেল নারীশ্রমিক হত্যায় প্রধান আসামি গ্রেপ্তার

আত্রাইয়ে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

তাড়াশে পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
