পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ আরেক ছাত্রের লাশ উদ্ধার

পদ্মা নদীতে গোসল করতে নেমে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইআইইউ) নিখোঁজ দুই ছাত্রের মধ্যে আরকজনের লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম নূরুল হক নাফি। শনিবার দুপুরে কোস্টগার্ডের সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুর রহমান বলেন, শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে নিখোঁজ সব্যসাচী সোম্যের লাশ উদ্ধার করা হয়। আর শনিবার দুপুর ১২টার দিকে নিখোঁজ নূরুল হক নাফি নিখোঁজের জায়গা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে টেউটিয়া জেলে পাড়া থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে কোস্ট গার্ড, নৌপুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে অংশ নেন। উদ্ধারকৃতদের লাশ পদ্মা সেতু উত্তর থানায় হস্তান্তরের করা হয়েছে।
কোস্টগার্ডের সদর দপ্তরের এই কর্মকর্তা বলেন, মৃত সব্যসাচী সোম্য হবিগঞ্জের লাখাই থানার সাজন গ্রামের বাসিন্দা আর নূরুল হক নাফি ঢাকার ভাটারা থানার বাসিন্দা।
শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কোস্ট গার্ডকে জানায়, পদ্মা নদীতে গোসল করতে নেমে দুজন ছাত্র নিখোঁজ। ওই খবরের পানিতে ডুবে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য কোস্ট গার্ড স্টেশন পদ্মা ছয়জনের একটি উদ্ধারকারী দল বোটযোগে দুপুর পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে জানা যায় শুক্রবার সকালে ইউআইইউয়ের চারজন ছাত্র ও একজন স্পিডবোট চালকসহ মোট পাঁচজন স্পিডবোটযোগে পদ্মা সেতুর ১৬ নম্বর পিলারের পাশের চরে ঘুরতে আসে। তারা গোসল করতে নেমে দুজন নিখোঁজ হয়। নিখোঁজ দুজনের নাম সব্যসাচী সোম্য ও নূরুল হক নাফি।
(ঢাকাটাইমস/০৩জুন/এএ/কেএম)
সংবাদটি শেয়ার করুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
জাতীয় এর সর্বশেষ

আগের দুই সংসদ নির্বাচন নিয়ে বিতর্কের চাপে ইসি

যুবসমাজই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর: এলজিআরডি মন্ত্রী

বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের অন্যতম পৃষ্ঠপোষক হলেন আরিফুর রহমান দোলন

সজাগ থাকুন, নির্বাচন নিয়ে আস্থার সংকট যেন না হয়, ইউএনওদের প্রশিক্ষণে সিইসি

জনপ্রতিনিধিদের যথোপযুক্ত জবাবদিহিতাই নাগরিকদের সেবা নিশ্চিত করবে: এলজিআরডি মন্ত্রী

যুক্তরাষ্ট্র সফর শেষে যুক্তরাজ্যের পথে প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

ন্যাম ভবনে দুই সংসদ সদস্যের জানাজা

সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল ও উকিল আব্দুস সাত্তার মারা গেছেন
