চাকরিতে প্রবেশের বয়স ৩৫ দাবি: ঢাবিতে ‘সার্টিফিকেট’ পোড়ালেন সাবেক শিক্ষার্থী

ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৩, ১৩:৫৭| আপডেট : ০৪ জুন ২০২৩, ১৪:১১
অ- অ+

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে প্রতীকী সার্টিফিকেট পুড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক এক শিক্ষার্থী।

রবিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনের আইন অনুষদ প্রাঙ্গণে প্রতীবাদী এই কর্মসূচি পালন করেন তিনি।

শরীফুল হাসান শুভ নামে ওই শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি স্যার এএফ রহমান হলের আবাসিক ছাত্র ছিলেন।

আরও পড়ুন>>কবি নজরুল কলেজ ছাত্রলীগ সভাপতির ‘আত্মহত্যা’

শরীফুল হাসান শুভ দীর্ঘদিন ধরে চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করে আসছেন। তিনি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

কর্মসূচি পালনকালে তিনি বলেন, ‘যে সার্টিফিকেট অর্জন করতে আমার ২৬-২৭ বছর লেগেছে সেটার মেয়াদ কেন ৩-৪ বছর থাকবে? যেখানে বিশ্বের প্রায় সব দেশে চাকরির বয়সসীমা ৩৫ বছর সেখানে আমাদের কেন ৩০ বছর থাকবে? আমাদের এত বছরের অর্জিত সার্টিফিকেটের মূল্য নেই কেন?’

তিনি বলেন, ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০-এ সীমাবদ্ধ রাখার প্রতিবাদে আমি আজ আমার জীবনের সব সার্টিফিকেট পুড়িয়েছি। বয়সসীমা ৩৫-এর দাবিতে আজ সারাদেশেই শিক্ষার্থীরা প্রতীকী সার্টিফিকেট পোড়াবেন।’

সার্টিফিকেট পুড়িয়ে চাকরি পাওয়া- এটা ভুল মেসেজ উল্লেখ করে তিনি বলেন, ‘সার্টিফিকেট পুড়িয়ে আমরা চাকরি চাই না। আমরা চাকরিতে বয়সসীমা ৩৫-এর দাবি জানাচ্ছি এবং নিজ যোগ্যতায় চাকরি পেতে চাই। আমরা সরকারের কাছে গেজেট আকারে দ্রুত সময়ের মধ্যে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি জানাচ্ছি।’

(ঢাকাটাইমস/০৪জুন/এসকে/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাক সেনাপ্রধানকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর উপায় খুঁজতে দুপক্ষকে আহ্বান
আ.লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবি: শাহবাগে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ
পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় কর্মকর্তার মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা