তেজগাঁওয়ে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৩, ১৮:৪০
অ- অ+

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গ্রেপ্তার আসামির নাম মো. ওসমান মোল্লা। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। সোমবার দুপুরে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

র‌্যাব জানায়, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ওসমান মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওসমান মোল্লার বরাত দিয়ে র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছেন। তার নামে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় ২০১৪ সালে একটি মাদক মামলা হয়। ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদানের রায় ঘোষনা করেন। রায় ঘোষনার পর থেকে তিনি রাজধানীর বিভিন্ন এলাকায় জায়গা পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. ওসমান মোল্লা ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার ফলিয়া গ্রামের মৃত কাওসার মোল্লার ছেলে।

(ঢাকাটাইমস/০৪জুন/এএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Reimagining Management Education: The Role of Quantum Mechanics as a Metaphorical Lens for Complex Leadership
চরফ্যাশনে ১৪ কোটি টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ
রক্তাস্বল্পতা দূর করে প্রাকৃতিক মহৌষধ ভেষজ আমড়া, ক্যানসার প্রতিরোধও সিদ্ধহস্ত
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪১ জন ফিলিস্তিনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা