ইবির স্বতন্ত্র 'ডি' ইউনিটের পরীক্ষা সোমবার, আসনপ্রতি লড়বে ৭ জন

ইবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুন ২০২৩, ২৩:১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ বহির্ভূত স্বতন্ত্র ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদ তথা 'ডি' ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সোমবার (৫ জুন) অনুষ্ঠিত হবে। এতে চারটি বিভাগের অধীনে মোট ৩২০ আসনের বিপরীতে মোট আবেদন করেছেন ২ হাজার ১২৭ জন শিক্ষার্থী। যা আসনপ্রতি দাঁড়ায় প্রায় ৭ জন।

রবিবার তথ্যটি নিশ্চিত করেছেন আইসিটি সেলের ডাটাবেজ প্রোগ্রামার হাফিজুর রহমান।

আইসিটি সেল সূত্র জানিয়েছে, গত ২১ মে ‘ডি’ ইউনিটের ভর্তি আবেদন সম্পন্ন হয়েছে। ‘ডি’ ইউনিটে চারটি বিভাগে ৩২০টি আসনের বিপরীতে আবেদন করেছে ২ হাজার ১২৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

‘ডি’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব অনুষদের তিনটি (আল-কুরআন, আল-হাদিস ও দা‘ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ) ও কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ রয়েছে। এই ৪টি বিভাগে ৮০টি করে মোট ৩২০টি আসন রয়েছে। ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

(ঢাকাটাইমস/৪জুন/এআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :