অগ্নিকান্ডের ঘটনায় অস্ট্রিয়ার টানেল থেকে ট্রেনের ২০০ যাত্রী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৩, ১৭:০৯
অ- অ+

অস্ট্রিয়ার টানেল দিয়ে ট্রেনে করে যাওয়ার সময় সেখানে আগুন ছড়িয়ে পড়ায় প্রায় ২০০ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

স্থানীয় পুলিশ এএফপি’কে জানিয়েছে, এই ঘটনায় প্রায় ৪৫ জন অসুস্থ হয়ে পড়েন। ধোঁয়ার কারণে নিঃশ্বাস গ্রহণে কষ্ট হওয়ায় তাদের এমন অবস্থা হয় বলে ধারণা করা হচ্ছে।

অস্ট্রিয়ার রেল অপারেটরের এক মুখপাত্র এএফপি’কে বলেন, বুধবার সন্ধ্যায় দেশটির আল্পসের ইন্সব্রুক নগরীর কাছে একটি টানেলের মধ্যদিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি হামবুর্গ ও আমস্টাডামের দিকে যাচ্ছিল।

মুখপাত্র বলেন, যাত্রী বহনকারী ট্রেনটিতে করে মোটরগাড়িও পরিবহন করা হচ্ছিল এবং ক্ষতিগ্রস্ত ক্যাবল থেকে এসব গাড়ির এক বা একাধিক গাড়িতে আগুন ধরে যায়।

ওই কর্মকর্তা আরো বলেন, ‘স্থানীয় সময় ২২:১৯ টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ১১:৪০ টায় সেখানে উদ্ধার কাজ শেষ করা হয়।’ রেল অপারেটর জানায়, ট্রেনটি বুধবার সন্ধ্যায় ভিয়েনা ছেড়ে যায় এবং বৃহস্পতিবার সকালে এটির আমস্টারডাম পৌঁছানোর কথা ছিল।

(ঢাকাটাইমস/৮জুন/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারত-পাকিস্তান সংঘাত: বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটের সময় পরিবর্তন
প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা: আলোচিত তরুণী টিনা ৩ দিনের রিমান্ডে
কুমিল্লার সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের এপিএস আব্দুল কাদের ঢাকায় গ্রেপ্তার 
ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা