ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে জকোভিচ-রুড

সার্বিয়ান তারকা টেনিসার নোভাক জকোভিচের সঙ্গে পেরে উঠল না বিশ্বের এক নম্বর খেলোয়াড় কার্লোস আলকারাজকে। সেমিফাইনালপর্বের ম্যাচে তাকে হারিয়ে সপ্তমবারের মতো ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককের ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ। অন্য সেমিফাইনাল জিতে ফাইনাল নিশ্চিত করেছেন ক্যাস্পাস রুড।
৩৬ বছর বয়সী জকোভিচ সেমিফাইনালে ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ গেমে স্প্যানিশ তরুণ আলকারাজকে হারিয়ে ফাইনালে উঠেছেন। এর মাধ্যমে ৯৩ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেন জকোভিচ। ক্যারিয়ারে তৃতীয় রোলা গাঁরো ও রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার পথে জকোভিচের সামনে এখন একমাত্র বাঁধা গত আসরের রানার্স-আপ কাসপার রুড।
দ্বিতীয় সেমিফাইনালে রুড ৬-৩, ৬-৪, ৬-০ গেমে তারকা আলেক্সান্দার জেভরেভকে পরাজিত করে গত পাঁচ টুর্নামেন্টের তৃতীয় স্ল্যাম ফাইনাল নিশ্চিত করেছেন। ২০২২ সালে রাফায়েল নাদালের কাছে ফ্রান্সে ও এরপর ইউএস ওপেনে আলকারাজের কাছে ফাইনালে পরাজিত হয়েছিলেন চতুর্থ বাছাই নরওয়ের রুড।
২০১৬ ও ২০২১ ফ্রেঞ্চ ওপেন বিজয়ী জকোভিচ বলেছেন, ‘কার্লোসের আজ ভাগ্য সহায় ছিলনা। তার বিষয়টি আমি অনুধাবন করতে পারছি। আশা করছি সুস্থ হয়ে সে দ্রুতই কোর্টে ফিরতে পারবে। চোট নিয়েও শেষ পর্যন্ত সে যে লড়াই করে গেছে সেজন্য তাকে শ্রদ্ধা। আমি তাকে ম্যাচ শেষে বলেছি বয়স এখনো কম আছে এবং আরো অনেকবারই ফাইনাল জেতার সুযোগ তার সামনে আসবে।’
জকোভিচ আরো বলেন, ‘দ্বিতীয় সেটে সে ভাল খেলেছে। আমি বুঝতে পারি ঐ সময় আমার আরো বেশী আগ্রাসী হওয়া উচিৎ। এরপর থেকে আমি খেলার গতি বাড়িয়ে দেই।’
এ নিয়ে ২০ বছর বয়সী আলকারাজের বিপক্ষে দ্বিতীয় ও গ্র্যান্ড স্ল্যামে প্রথম ম্যাচে মুখোমুখি হলেন জকোভিচ। প্রথম সেটে ৩-১ ব্যবধানে এগিয়ে যান জকোভিচ। অষ্টম ম্যাচে এসে আলকারাজ সেট পয়েন্ট রক্ষা করেন। কিন্তু নবম ম্যাচে আর শেষ রক্ষা হয়নি।
(ঢাকাটাইমস/১০জুন/এমএম)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

এবারের বিশ্বকাপে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান!

প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবার খেলতে পারছে না বিশ্বকাপ

মাহমুদউল্লাহর ‘সেকেন্ড হোম’ ভারত, কোনো ‘মন্তব্য’ নেই সাকিবের

রোনালদোর গোলে এএফসি চ্যাম্পিয়নস লিগে আল নাসরের জয়

বাটলারের পছন্দের সেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় নেই বিরাট কোহলি

হারলেও ইংল্যান্ড ম্যাচ থেকে অনেক কিছু পাওয়ার আছে: নাজমুল শান্ত

সবচেয়ে বড় কোচিং বহর নিয়ে বিশ্বকাপে বাংলাদেশ

৩৭ ওভারে ১৯৭ রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড

যেখানে দক্ষিণ এশিয়ায় প্রথম বসুন্ধরা কিংস
