‘আনন্দমেলা’ অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন একঝাঁক তারকা
দেশে যখন যুক্তরাষ্ট্রের দেয়া নতুন ভিসানীতি নিয়ে আলোচনা তুঙ্গে, তখনই খবর এল একঝাঁক তারকা যাচ্ছেন ‘আনন্দমেলা’ নামের এক অনুষ্ঠানে অংশ নিতে। যদিও যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি এ দেশের রাজনীতির সঙ্গে সম্পর্কিত আর তারকারা যাচ্ছেন নিছক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে।
দেশের বাইরে এই আয়োজনে অংশ নেয়া তারকাদের তালিকায় আছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ মোশাররফ করিম, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ, কেয়া পায়েল, রোবেনা রেজা জুঁই, ফারিয়া শাহরীন, মন্দিরা ও গায়ক প্রতীক হাসান, স্বপ্নীল সজিবসহ অনেকেই।
জানা যায়, আগামী ১৭ ও ১৮ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বাংলাদেশিদের জন্য আয়োজন করা হয়েছে ‘আনন্দমেলা’ নামের এক বিশেষ অনুষ্ঠান। এখানেই নাচে-গানে মাতাবেন এই তারকারা। এরই মধ্যে তারকারা দেশে মহড়া সেরে নিচ্ছেন। অনেকে নিচ্ছেন বিশেষ প্রস্তুতিও। আয়োজকদের ধারণা, বরাবরের মতো এবারও এই আয়োজনে কয়েক হাজার বাঙালি অংশ নেবেন।
‘আনন্দমেলা’ আয়োজন কমিটির পক্ষে মুহাম্মদ আলী এই শিল্পীদের যাওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন। ইতিমধ্যে অনেকেই যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বলেও জানিয়েছেন তিনি।
মুহাম্মদ আলী বলেন, ‘মোশাররফ করিম ও সাজু খাদেমকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তারা একই সঙ্গে আনন্দমেলায় পারফর্ম করবেন। প্রতিবছর লস অ্যাঞ্জেলেসের বাঙালিরা এই অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করে থাকেন। কারণ বিশাল পরিসরে এমন আয়োজন আর হয় না। এটা বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়। এবার তাদের উপস্থিতি নতুন মাত্রা পাবে বলেই আমি মনে করছি।’ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দেশীয় উপস্থাপক নীল হুরে জাহান। তিনিও এরই মধ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়।
জানা যায়, প্রবাসীদের জন্য অলাভজনক আয়োজন এই ‘আনন্দমেলা’। পুরো আয়োজনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মোয়াজ্জেম হোসেন চৌধুরী।
তিনি বলেন, ‘আর্থিক লাভের জন্য এটা করা হয় না। মূলত বাংলাদেশিদের নিরেট আনন্দ দিতেই এই আয়োজন করা হয়। যাতে হাজার হাজার বাংলাদেশি উপস্থিত হয়ে দুই দিন নিজের মতো করে উপভোগ করেন। তাদের মধ্যে আত্মিক বন্ধনটাও আরও সুদৃঢ় হয়।’
(ঢাকাটাইমস/১০জুন/এলএম)