বিড়ম্বনা কাটেনি অভিনেত্রী সাফা কবিরের, লাইভে জানালেন বাবা-মায়ের নাম

ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ের মৃত্যুতে ব্যাপক বিড়ম্বনায় পড়তে হয়েছে অভিনেত্রী সাফা কবিরকে। কারণ দুজনের নাম এক।
শাহরিয়ার কবিরের মেয়ের মৃত্যুর পর নামের সঙ্গে নাম মিল থাকায় অনেকে ভাবছেন অভিনেত্রী সাফা করিব মারা গেছেন। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেকে তার ছবিসহ পোস্টও দিচ্ছেন। শুক্রবার নিজের ফেসবুক আইডির একটি পোস্টে বিষয়টি পরিষ্কার করার পরও মানুষকে তিনি বোঝাতে পারছেন না তিনি বেঁচে আছেন। তাইতো এবার লাইভে নিজের মা-বাবার নাম জানালেন সাফা।
শনিবার সন্ধ্যায় ফেসবুক লাইভে এসে অভিনেত্রী সবাইকে অনুরোধ করেন কারো নামের সঙ্গে যেন তাকে না মেলানো হয়। তিনি এও জানান, শাহরিয়ার কবিরের সঙ্গে তার কিংবা তার পরিবারের কোনো যোগসূত্র নেই। তিনি বলেন, ‘আমার বাবার নাম হুমায়ূন কবির। মায়ের নাম জেসমিন কবির।’
এর আগে শুক্রবার দুপুরে ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে সাফা জানান, তিনি সুস্থ এবং ভালো আছেন।
পোস্টে সাফা লিখেন, ‘একটি ভুল পোস্ট আমাকে অনেকেই ট্যাগ করছেন। নামের সঙ্গে মিল থাকায় অনেকেই আমাকে নিয়ে দুশ্চিন্তা করছেন। না জেনে এভাবে প্যানিক ছড়ানোটা ঠিক না। এতে আমাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে।’
অভিনেত্রী আরও লিখেন, ‘আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ সবার ভালো করুক, আমিন।’
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর ঝুলন্ত মরদেহ বনানীর বাসা থেকে উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। যদিও তার কারণ জানা যায়নি।
(ঢাকাটাইমস/১০জুন/এলএম/কেএম)
সংবাদটি শেয়ার করুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
বিনোদন এর সর্বশেষ

সিল্ক রোড উৎসবে সেরা অভিনেত্রী ইরানের নার্গেস

মিথ্যা অভিযোগ: বাংলাদেশি সেই সিনেমা থেকে বাদ কলকাতার সায়ন্তিকা

পালক মায়ের থেকে ২০ বছরের বড় শাহরুখ খান!

মারামারির জেরে সেলিব্রিটি ক্রিকেট লিগ স্থগিত! নেওয়া হবে আইনি ব্যবস্থা

ফের সন্তান আসছে বিরাট-আনুশকার সংসারে

ক্রিকেটার হতে গ্রাম থেকে ঢাকায় আসেন জায়েদ খান! কিন্তু…

ক্যারিয়ারে দুইবার যেভাবে নিজের সম্ভ্রম বাঁচিয়েছেন এশা গুপ্তা

‘জওয়ান’-এর ২৪ দিন, তবু পাত্তাই পেল না নতুন সিনেমা ‘দ্য ভ্যাক্সিন ওয়ার’

জেনেশুনেই তিন সন্তানের বাবাকে বিয়ে করেন জয়া প্রদা! কিন্তু…
