ডিএসইতে মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৩, ১২:১৪| আপডেট : ১১ জুন ২০২৩, ১৬:০৫
অ- অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে খবর, বেলা ১১টা পর্যন্ত ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।

এ সময়ের মধ্যে লেনদেন হওয়া ৩০৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮টির, দর কমেছে ৫৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩৭টির। এ সময় টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৩২৬ কোটি ৬৩ হাজার টাকা।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসই সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৮৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১টির, দর কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। আলোচিত সময়ে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৮ কোটি ১১ লাখ ৮৩ হাজার টাকা।

(ঢাকাটাইমস/১১জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা