১৩০ দেশের সুন্দরীদের নিয়ে ২৭ বছর পর ভারতে ‘মিস ওয়ার্ল্ড’-এর আসর

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ জুন ২০২৩, ১৪:১৩ | প্রকাশিত : ১১ জুন ২০২৩, ১২:৪৫

বিশ্বসেরা সুন্দরীদের নিয়ে আয়োজিত ‘মিস ওয়ার্ল্ড’-এর ২০২৩ সালের আসর বসতে চলেছে ভারতে। এর আগে ১৯৯৬ সালে শেষবার এই প্রতিযোগিতার আয়োজন করেছিল বাংলাদেশের প্রতিবেশী দেশটি। মাঝে কেটে গেছে ২৭ বছর। দীর্ঘ সময় পর চলতি বছরে ফের মায়ানগরিতে অনুষ্ঠিত হবে বিশ্বের সেরা সুন্দরীকে বেছে নেয়ার প্রতিযোগিতা।

গত ৮ জুন ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি সাংবাদিক সম্মেলনে ‘মিস ওয়ার্ল্ড’ অর্গানাইজেশন এমনটাই জানায়। মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারপারসন এবং সিইও মিস জুলিয়া মোর্লে এবং ২০২২ সালের বিশ্বসুন্দরী ক্যারোলিনা বিলাস্কার উপস্থিতিতেই এই ঘোষণা করা হয় এদিন।

এই সংস্থার তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, তারা এবার এই অনুষ্ঠান ভারতে করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ ভারতে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। একইসঙ্গে দেশটি যে নারীদের ক্ষমতায়ন এবং প্রগতির জন্য কতটা বদ্ধপরিকর সেটাও কারও অজানা নয়। তাই এসব দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন।

ভারতে যে ৭১তম ‘মিস ওয়ার্ল্ড-২০২৩’ অনুষ্ঠিত হবে, তার মাধ্যমে জনহিতকর কাজের প্রচার করা হবে বলেও জানানো হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে এটা নিশ্চিত করা হবে যে, প্রতিযোগীরা যেন তাদের নিজ নিজ সম্প্রদায়ে ইতিবাচক সাড়া ফেলতে পারেন এবং একইসঙ্গে সমাজে মনে রাখার মতো অবদান রাখতে পারেন।

ভারতের তরফ থেকে একাধিক বার ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয় করেছেন বিভিন্ন সুন্দরীরা। তালিকাটা মোটেই ছোট নয়। রিতা ফারিয়া থেকে ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোপড়া, যুক্তা মুখী, মানসী চিল্লার প্রমুখ এই খেতাব জয় করেছেন নানা সময়ে।

১৩০টি দেশ থেকে প্রতিযোগীরা এখানে সম্মিলিত হবেন। তাদের ট্যালেন্ট, বুদ্ধির প্রদর্শন করবেন। একাধিক প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হবে তাদের। এই প্রতিযোগিতায় তাদের ট্যালেন্ট তো বটেই, স্পোর্টস, জনহিতকর নানা কাজকর্ম করে দেখাতে হবে। নভেম্বর বা ডিসেম্বর নাগাদ এই প্রতিযোগিতার মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তার আগে একাধিক পর্বের মাধ্যমে সেরাদের বেছে নেয়া হবে।

মহিলাদের সৌন্দর্য এবং বুদ্ধি এই দুটিকেই এই বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে উদযাপন করা হয়, সম্মান জানানো হয়। বিশ্বের অন্যতম পুরোনো এবং মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক বিউটি প্রেজেন্ট হলো এই বিশ্বসুন্দরী প্রতিযোগিতা। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই বিশ্বসুন্দরী প্রতিষ্ঠান।

এবারের এই অনুষ্ঠানের বিষয়ে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারপারসন এবং সিইও জুলিয়া বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ভারত ৭১তম বিশ্বসুন্দরীর মূল অনুষ্ঠানের আয়োজক হতে চলেছে।’

তিনি বলেন, ‘৩০ বছর আগে যখন আমি এই দেশে প্রথমবার আসি তখনই এই দেশটিকে পছন্দ হয়। আমাদের আর তর সইছে না এই দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি, দুর্দান্ত সব লোকেশন গোটা বিশ্বের সঙ্গে ভাগ করে নিতে। ৭১তম বিশ্বসুন্দরী ২০২৩ এ ১৩০টি দেশের জাতীয় চ্যাম্পিয়নদের টক্কর দেখা যাবে। এটা অন্যতম সেরা বিশ্বসুন্দরীর অনুষ্ঠান হতে চলেছে।’

(ঢাকাটাইমস/১১জুন/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

দেশের যেসব তারকা সাংবাদিকতা করেছেন একসময়! কেউ কেউ আছেন এখনো

‘বাণিজ্যিক সিনেমার নির্মাতাদের অনুদান দিলে চলচ্চিত্র এগিয়ে যাবে’

যে পানীয়র গুণে ৫০ বছরেও এত মোহময়ী মালাইকা অরোরা

অস্কারজয়ী বাঙালি নির্মাতা সত্যজিৎ রায় সম্পর্কে কতটুকু জানেন

‘চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠক

সুবর্ণা মুস্তাফার স্বামীর সঙ্গে প্রেমের গুঞ্জন! যা বললেন নীলাঞ্জনা

শাকিব খান কি সত্যি তৃতীয় বিয়ের পথে? যা জানালেন আরশাদ আদনান

আমরা কি শ্রমিকদের সঠিক মর্যাদা দিতে পারছি?

মেয়ের বয়স ১১ মাস, এবার ছেলের বাবা হলেন চিত্রনায়ক রোশান

মে দিবসে দেখতে পারেন শোষিত মানুষের এই তিন সিনেমা

এই বিভাগের সব খবর

শিরোনাম :