গ্রেড-১ কর্মকর্তা আবদুল্লাহ আল হাসান অবসরে

গ্রেড-১ পদমর্যাদার কর্মকর্তা মো. আবদুল্লাহ আল হাসান চৌধুরীকে সরকারি চাকরি থেকে অবসর দিয়েছে সরকার।
রবিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ আল হাসান চৌধুরীকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী ৮ জুন সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
এদিকে আবদুল্লাহ আল হাসান চৌধুরী সবশেষ বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ছিলেন। পরে ৫ জুন তাকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়।
(ঢাকাটাইমস/১২জুন/এসএস/এসএম)

মন্তব্য করুন