কবিতা
প্রকৃত প্রকৃতি!

গ্রীষ্মের বলে
সূর্য আরও উগ্র হয়ে উঠেছে আকাশে,
সুখের আলোর সাথে জ্বলে আর আগুনের প্রাকাশে।
.
প্রবল খরায়
পৃথিবী জ্বলছে জ্বলন্ত রঙে,
জলতাত্ত্বিক বাতাস বাশি বাজায় অজানা হাসির সঙ্গে।
.
কুয়াশাচ্ছন্ন আঁধারে
শীতের রাত্রি যখন দূর থেকে দূরে চলে যায়,
বর্ষার মাঝে এসে মেঘ হানে নেশার জলধারায়।
.
জৈষ্ঠ্যের দাবদাহে
দারুণ গরমে জলের জ্বালার প্রতিস্পর্শে,
মন ভাবিয়ে আনছে আকস্মিক উল্কা-স্পন্দনে।
.
কাল বোশেখীর
বজ্রহাওয়া বাজায় ঝড়ে রঙিন লীলা বীনাতারে,
পৃথিবী মেলে গভীর আমাবস্যার বিধুর আধারে।
.
ধানসিড়ি নদী
স্পন্দন করে সদা ভরা সুখের ভাবুক জীবনানন্দে,
প্রকৃতির চেতনা জাগিয়ে দিলে অতীব তীব্র সানন্দে।
.
ব্যাকুল ধরণীতে
আদিত্য উত্তাপে পিপাসায় মরে সিতাংশু জল চায়,
বিদঘুটে ব্রহ্মাণ্ডে তারা তবু বসে থাকে প্রকৃতির আশ্রয়।
.
ক্ষনিক নাগলোকে
স্বীয় মমতায় আবরণ করে কোমল প্রসূন পুতে,
কবিতায় নিবেদিত হয় শরতের নগরী অনন্তে।

মন্তব্য করুন